দুর্গাপুর: ক্লাসও চলে। স্কুলছুটির পরও ওই চত্বরে খুদে পড়ুয়াদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু ভাগ্যিস সে সময়ে কেউ এলাকায় ছিল না। ভরা এলাকার মাঝে স্কুল। আচমকাই তাতে ধস। গোটা স্কুল গেল ধসে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার খাস কাজোড়ার আজিরবাগান এবং পিটি কাজোড়া কালীমন্দির সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি ইংরেজি মিডিয়াম স্কুল ধসের কবলে পড়ে।
চলতি মাসের চার তারিখ মঙ্গলবার সন্ধ্যায় অন্ডালের কয়লাখনি এলাকায় হঠাৎ ধসের কবলে পড়েছিল একটি বেসরকারি ইংরাজিমাধ্যম প্রাথমিক বিদ্যালয় । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। এক সপ্তাহের মধ্যে আবার ধস এলাকায়। কয়লাখনি অঞ্চলে এই ধরনের ঘটনা নতুন নয়। কয়লা খননের পরে খালি জায়গায় ঠিকমত বালি প্যাকিং না হওয়ায় জন্যই ধস হয় বলে আভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সেদিন ধস কবলিত এলাকা ঘিরে দিয়েছিল পুলিশ । ধসের কারণে বিদ্যালয়ের পিছন দিকে বেশ কিছুটা অংশ বসে যায়। একটি বাইক-সহ কিছু আসবার পত্র চাপা পড়ে ।
এই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের ধস এলাকায় । এবারও ধস কবলিত এলাকা ঘিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিপদজ্জনক বোর্ড লাগানো হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বললেন, “ভাগ্যিস এটা রাতের বেলায় ঘটেছিল। কারণ বিকালে স্কুলছুটির পরও অনেক বাচ্চা সন্ধ্যা পর্যন্ত ওখানে খেলা করে। স্কুল চলাকালীন এরকম কিছু ঘটলে, বড় দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু এই বিষয়টাতে ECL একদমই নজরদারি চালায় না। ECL-এর কাছে সঠিক ম্যাপই নেই, কোথায় কী কাজ হয়েছে। ফলে নীচ থেকে মাটি সরে যাচ্ছে।”