Durgapur: তরুণী পরিচারিকার সহযোগিতায় আরও এক তরুণী! কোন কাজে? ঘরে ঢুকেই ভিড়মি খেলেন গৃহকর্ত্রী
Durgapur: দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বাসিন্দা আলাউদ্দিন খাঁ বীথি এলাকায় তিন তলা বাড়ি রয়েছে সঞ্জীব কুমার নামের এক ইঞ্জিনিয়ারের। তিনি বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। সিটি সেন্টারের বাড়িতে বাবা, মা আর স্ত্রী থাকতেন। দীপা শর্মা এই বাড়িতে দীর্ঘদিন ধরে পরিচারিকার কাজ করতেন।

দুর্গাপুর: গৃহস্থের বাড়িতে চুরি। সাড়ে চার ঘণ্টার মধ্যেই চুরির কিনারা পুলিশের। ঘটনাটি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। চুরির ঘটনায় গ্রেফতার বাড়ির তরুণী পরিচারিকা ও তাঁর সহযোগী আরও এক তরুণী। উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় সমস্ত গয়না ও নগদ টাকা। ধৃতদের নাম দীপা যাদব ও তাঁর এক সহযোগী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বাসিন্দা আলাউদ্দিন খাঁ বীথি এলাকায় তিন তলা বাড়ি রয়েছে সঞ্জীব কুমার নামের এক ইঞ্জিনিয়ারের। তিনি বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। সিটি সেন্টারের বাড়িতে বাবা, মা আর স্ত্রী থাকতেন। দীপা শর্মা এই বাড়িতে দীর্ঘদিন ধরে পরিচারিকার কাজ করতেন।
বৃহস্পতিবার সঞ্জীবের স্ত্রী নাগমনি শর্মা কিছু সময়ের জন্য বাজারে বেরোতেই সুযোগ বুঝে বাড়ির আলমারি খুলে ২৫০ গ্রাম সোনার গয়না, ১ কেজি রুপোর অলংকার এবং আড়াই লক্ষ টাকার নগদ চুরি করে। তারপরেই চুরি করা সোনা , রুপো এবং নগদ টাকা একটি ট্রলি ব্যাগে ভরেন। তারপর সেই ট্রলি ব্যাগ নিয়ে দীপা যাদব দুর্গাপুর স্টেশনে রওনা দেন । এদিকে দীপা বাড়িতেই থেকে যান। নাগমনি বাড়ি ফিরে এসে দেখেন আলমারি থেকে টাকা এবং অলঙ্কার উধাও। নাগমনি দীপাকে জিজ্ঞাসা করেন, বাড়িতে কি কেউ এসেছিলেন কিনা? দীপা জানান, তিনি কিছু জানেন না।
তারপরেই নাগমনি দুর্গাপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। দীপা শর্মাকে আটক করে নিয়ে আসা হয়। তার মোবাইলের কল লিস্ট চেক করেই বুঝতে পারে দীপা যাদবের সঙ্গে চুরির যোগ। মোবাইল লোকেশন ট্র্যাক করে তড়িঘড়ি দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে হানা দেয়। সেখান থেকেই গ্রেফতার করা হয় সোনা, রুপোএবং টাকা ভর্তি ট্রলি সহ দীপা যাদবকে।
বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ দুর্গাপুর রেল স্টেশন এলাকা থেকে দীপা যাদব নামে এক তরুণীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করে ২৫০ গ্রাম সোনার গয়না, এক কেজি রুপোর গয়না ও নগদ ২ লক্ষ টাকা । দীপা যাদব রাতের ট্রেনে দিল্লি পালানোর আগেই ধরা পড়ে। ধৃত দীপা যাদবকে জিজ্ঞাসাবাদ করে ওই বাড়ির পরিচারিকা দীপা শর্মাকেও গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লির বাসিন্দা দীপা যাদব তার পূর্ব পরিচিত পরিচারিকা দীপা শর্মার সঙ্গে দেখা করতে দুর্গাপুরে এই বাড়িতে এসেছিল। দু’জনই পরিকল্পনা করে চুরি করে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার(পূর্ব) অফিসেক গুপ্তা শুক্রবার সন্ধ্যেয় সাংবাদিক বৈঠক করে জানান, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার তৎপরতায় সাড়ে চার ঘণ্টার মধ্যেই চুরির কিনারা হয়েছে । পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করে দেখা হবে এরা এর আগে আরও এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা। শুক্রবার ধৃতদের হেফাজত চেয়ে আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ । আদালত দু’জনকেই ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।





