
দুর্গাপুর : প্রয়াত হলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। সোমবার সকালে দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
চলতি মাসের ১৫ এপ্রিল অর্থাৎ ১ বৈশাখ এনআইটিতে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণা করার সময় বিস্ফোরণে ঝলসে যান অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক, আহত হন বি-টেক ফাইনাল ইয়ার পড়ুয়া আকাশ মাঝিও। তাঁদেরকে এনআইটি নিজস্ব হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। তারপরে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় একটি বেসরকারি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক ইন্দ্রজিৎ বসাককে দুর্গাপুরের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায় এনআইটি কর্তৃপক্ষ । সেখানে তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা ছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। তিনি দুর্গাপুর এনআইটি থেকে পড়াশোনা করেছেন। ১৯৮৪ সালে তিনি এনআইটিতে কাজে যোগ দেন। তিনি সিনিয়র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মাঝে কিছুদিন তিনি ভারপ্রাপ্ত ডিরেক্টরের দায়িত্ব সামলে ছিলেন। চলতি বছরের ডিসেম্বর মাসে তা়ঁর অবসর গ্রহণের কথা ছিল। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার।