দুর্গাপুর: দুর্গাপুর উপ সংশোধনাগারের প্রতীক্ষালয় দখল করে গোডাউন তৈরির অভিযোগ। এই প্রতীক্ষালয়টি দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। দুর্গাপুর উপসংশোধনাগারের সামনে এই প্রতীক্ষালয়টিতে কয়েদিদের পরিবারের সদস্যদের বিশ্রামের জন্য করা হলেও এখন গোডাউনে পরিণত হয়েছে।
এই সংশোধনাগার বাইরেই রয়েছে মুক্ত সংশোধনাগার। এখানে ভালো ব্যবহারের পুরস্কার হিসাবে সাজাপ্রাপ্ত বন্দিরা থাকতে পারে। এই বন্দিরা দিনে যে কোন কাজ করে রোজগার করতে পারে। রাতে ফিরতে হয় সংশোধনাগারে।
আলিপুরদুয়ারের বাসিন্দা দেবাশিস দাস যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। মুক্ত সংশোধনাগারে থাকার জন্য নিজের খরচ নিজেকেই জোগাড় করত হয়। সংশোধনাগারের সামনে একটি ছোট্ট দোকান করেছে দেবাশিসের। এতটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সমস্যা হল এই দোকানের জন্য গোডাউন করা নিয়ে। দুর্গাপুর নগর নিগমের তৈরি করে দেওয়া প্রতীক্ষালয় দখল করে চলছে গোডাউন। তালা দেওয়া এই প্রতীক্ষালয়টি এখন দখল থাকায় কয়েদিদের সঙ্গে দেখা করতে আসা লোকজনকে রোদ-ঝড়-বৃষ্টিতে বাইরে অপেক্ষা করতে হয়। স্থানীয় বাসিন্দা বিজেপি নেতা দখলদারির সমালোচনা করেন।
স্থানীয় মন্দিরের পুরোহিত জানিয়েছেন, এই প্রতীক্ষালয়ে খারাপ কাজ হত। আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।