আসানসোল: রাজ্যের একটা বড় অংশ জুড়ে বন্যার ছবি। ডুবছে বাড়ি, চাষের জমি। পরিস্থিতি দেখে বিচলিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ডিভিসি-কে দোষারোপ করেছেন তিনি। এমনকী ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) থেকে পদত্যাগও করেছেন বাংলার দুই প্রতিনিধি। এই পরিস্থিতিতে বন্যাত্রাণে সাহায্য করতে এগিয়ে এল সেই ডিভিসি। জল ছাড়া ও বন্যা নিয়ে ডিভিসি বনাম রাজ্য সংঘাতের আবহেই মানবিক মুখ ডিভিসি-র!
বাংলায় ‘ম্যান মেড বন্যা’ হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের আঙুল ডিভিসি-র দিকে। ঝাড়খণ্ডকে বাঁচাতে ডিভিসি ড্যাম থেকে নিয়ন্ত্রণহীন জল ছাড়া হয়েছে বলেই অভিযোগ, ফলে বানভাসি হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকা। ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ডাকও দেন মুখ্যমন্ত্রী। অবার ডিভিসি-র তরফ থেকে একটি নোটিস জারি করা হল।
কর্মীদের উদ্দেশে দেওয়া সেই নোটিসে সংস্থার প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীকে আবেদন জানানো হয়েছে, যাতে বাংলার বন্যাত্রাণের জন্য সবাই একদিনের বেতন দেন। তবে তা বাধ্যতামূলক নয়। যাঁরা এই আবেদনে সাড়া দিচ্ছেন না, কারণ জানিয়ে তাঁদের আগামী বৃহস্পতিবারের মধ্যে মেইল করতে বলা হয়েছে। এই মর্মে একটি সার্কুলার জারি হয়েছে মঙ্গলবার।
রাজনৈতিক মহলের একাংশের মতে ডিভিসি রাজ্যের মান ভাঙাতে এই কৌশল নিয়েছে। ডিভিসি-র জনসংযোগ আধিকারিক অরবিন্দ কুমার সিং বলেন, যখনই দেশ জুড়ে কোথাও প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তখনই ডিভিসি এগিয়ে আসে। এই মুহূর্তে যে সার্কুলার দেওয়া হয়েছে, তাতেই সবকিছুই স্পষ্ট। রাজ্য -ডিভিসি সংঘাত নিয়ে মুখ খুলতে চাননি তিনি।