Fire: বিশ্বকাপে মশগুল পাড়া, ওদিকে দাউ দাউ করে জ্বলছে ঘর…

Chandra Shekhar Chatterjee | Edited By: সায়নী জোয়ারদার

Nov 19, 2023 | 11:38 PM

Paschim Burdwan: এদিন সন্ধ্যায় সকলে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়েই ব্যস্ত। আচমকাই শোনা যায় পাড়ায় আগুন লেগেছে। জানা গিয়েছে বাড়িটি এক প্লাস্টিক ব্যবসায়ীর । প্রথমে তিনতলার বারান্দা থেকে কালো ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। পরক্ষণেই ভয়াবহ আগুনের শিখা দেখা যায় সেখানে।

Fire: বিশ্বকাপে মশগুল পাড়া, ওদিকে দাউ দাউ করে জ্বলছে ঘর...
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: ভরসন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল রানিগঞ্জে। ৮৯ নম্বর ওয়ার্ডের মারোওয়াড়ি পট্টি এলাকায় একটি তিনতলা বাড়িতে আগুন লাগে রবিবার। আগুনের লেলিহান শিখা তিনতলার বারান্দা থেকে বেরিয়ে আসতে থাকে। এমন দৃশ্যে হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে আগুন নেভানোর কাজ চলে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা সোমবার সকালের আগে বোঝা কঠিন।

এদিন সন্ধ্যায় সকলে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়েই ব্যস্ত। আচমকাই শোনা যায় পাড়ায় আগুন লেগেছে। জানা গিয়েছে বাড়িটি এক প্লাস্টিক ব্যবসায়ীর । প্রথমে তিনতলার বারান্দা থেকে কালো ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায়। পরক্ষণেই ভয়াবহ আগুনের শিখা দেখা যায় সেখানে।

এদিকে যেখানে আগুন লাগে, চারপাশ ঘন জনবসতিতে ঘেরা। ফলে আতঙ্ক আর উদ্বেগে আশেপাশের বাড়ি থেকেও লোকজন বেরিয়ে আসেন রাস্তায়। চিৎকার করতে থাকেন ভয়ে। শুরু হয় ছোটাছুটি।

কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। তবে এলাকাবাসীর অনুমান, বাড়িতে প্রচুর প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। কোনওভাবে শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং প্রচুর দাহ্য বস্তু ঘরে থাকায় তা এভাবে ছড়িয়ে পড়ে।

Next Article