Durgapur: তুমুল বৃষ্টি, খনি এলাকার বাসিন্দারা ভুগছেন ধসের আতঙ্কে

Jayanta Biswas | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 06, 2024 | 8:43 PM

Durgapur: মঙ্গলবার বিকেলে হরিপুরে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশা মণ্ডল। পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ইসিএলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছয়। হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশা মন্ডলের অভিযোগ, বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে তবুও ইসিএল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না

Durgapur: তুমুল বৃষ্টি, খনি এলাকার বাসিন্দারা ভুগছেন ধসের আতঙ্কে
খনি এলাকায় নামছে ধস
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পাণ্ডবেশ্বর: একটু ভারী বৃষ্টি হয়েছে কী হয়নি। খনি অঞ্চলে নামতে শুরু করে ধস। আর এবার ধসের কবলে পড়ল পাণ্ডবেশ্বরের হরিপুর হিন্দি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের কিছুটা অংশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পশ্চিম বর্ধমানের অন্ডাল এবং পাণ্ডবেশ্বর জুড়ে রয়েছে ইসিএলের একাধিক কয়লা খনি । ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের পর বালি দিয়ে ফাঁকা অংশ ভরাট না করার জন্য বারে বারেই ঘটছে ধসের ঘটনা ঘটছে বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দা বলেন,”ইসিএল ম্যানেজমেন্টকে বারবার বলছি। কিন্তু কোনও কর্ণপাত করছেন না। এর আগে একটি স্কুলে ধস নেমেছিল। আমরা জানি না কেন ওরা গ্রামের মানুষের সঙ্গে প্রতারণা করছেন।”

মঙ্গলবার বিকেলে হরিপুরে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশা মণ্ডল। পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ইসিএলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছয়। হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশা মন্ডলের অভিযোগ, বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে তবুও ইসিএল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এলাকার বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে আছে। একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও, কোলিয়ারির এজেন্ট ইসিএল আধিকারিক পঙ্কজ কুমার ঝাঁ-কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি।

Next Article