
দুর্গাপুর: বিশ্ব বাংলার লোগোর জায়গায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো! তাও আবার রাজ্য়ের সরকারি হাসপাতালে। এমন ছবিই দেখা গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। হাসপাতালের সিসিইউ ইউনিটের (CCU)-এর ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘মাদার কেয়ার’ পরিষেবা সম্পর্কে একটি বিশেষ বিজ্ঞপ্তি। মা-শিশুর যত্ন কীভাবে নিতে হবে, সেই বিষয়ে বিশেষ কিছু বার্তা রয়েছে সেখানে। আর সেই বিজ্ঞপ্তিতেই জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। এই ঘটনা ঘিরে বিতর্ক চরমে।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনা। রাজ্য় সরকারের ‘বিশ্ব বাংলা’ লোগোর বদলে একেবারে বাংলাদেশ সরকারের লোগো লাগানো বিজ্ঞাপন! দেখে অবাক রোগীর আত্মীয়রা। তাঁরা বলছেন, ‘এ ছবি লজ্জার’। কে করল এই কাজ? স্পষ্ট জবাব নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার ধীমান মণ্ডল। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলের নেতারা।
এদিকে, বাংলাদেশে নতুন করে অশান্তি পরিস্থিতি তৈরি হওয়ার পর সংঘাত বেড়েছে ঢাকা-দিল্লির। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই ঘটনার পর ভারতকে বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য রাখছেন বলে দাবি করেছে বাংলাদেশ। ভারত যাতে হাসিনার মুখ বন্ধ করে দেয়, সেই বার্তাও দেওয়া হয়েছে। তবে, দিল্লির তরফে সাফ জানানো হয়েছে, শেখ হাসিনার বক্তব্য, তাঁর একান্ত ব্যক্তিগত। এর পিছনে ভারতের কোনও ভূমিকা নেই। সেই আবহের মধ্য়ে রাজ্যের হাসপাতালে এভাবে বাংলাদেশ সরকারের লোগো চোখে পড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।