আসানসোল: প্ল্যান পাস করাতেই হবে। এই দাবিতেই পুরসভায় ইঞ্জিনিয়ার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল শাসক ঘনিষ্ঠ প্রোমোটারের বিরুদ্ধে। আসানসোলের হীরাপুর থানার গুরুনানক পল্লী এলাকার ঘটনা। বিস্তারিত বিবরণ জানিয়ে ইতিমধ্যেই হীরাপুর থানায় অভিযুক্ত প্রোমোটার ও তাঁর সঙ্গে থাকা দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী বলেন, বেশ কয়েকদিন ধরে একটি প্ল্যান পাস করার জন্য চাপ দিচ্ছিলেন আসানসোল উত্তর থানার আশিস প্যাটেল নামে এক প্রোমোটার, তিনি আরাডাঙার বাসিন্দা।
প্রোমোটারকে প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি পুরনিগমের প্রাপ্য মিটিয়ে না দিলে প্ল্যান পাস করা সম্ভব নয় বলেও জানিয়ে দেওয়া হয়। এরপর ওই প্রোমোটার রবিবার রাতে ৫০-৬০ জন দুষ্কৃতী নিয়ে চড়াও হয় ইঞ্জিনিয়ারের বাড়িতে। ইঞ্জিনিয়ার অভিজিৎ আধিকারী তখন বাড়িতে না থাকায় তার স্ত্রী মৌমিতা অধিকারীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনা প্রসঙ্গে পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, “এই ধরনের ঘটনা কখনই বরদাস্ত করা হবে না। এই ঘটনার জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।” বিজেপির জেলা মুখপাত্র অপূর্ব হাজরার দাবি, আসানসোল পুরনিগমে এখন ছত্রে ছত্রে প্রোমোটাররাজ ও অসাধু চক্র চলছে। এ সবের পিছনে দলের নেতাদের হাত রয়েছে বলেও মনে করেন তিনি।
তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন এই প্রসঙ্গে বলেন, “প্রোমোটাররাজ ও গুন্ডামি কোনও মতেই সহ্য করা হবে না। পুরনিগম তার নিজের নিয়ম কানুন মেনেই কাজ করবে, তাতে বাধা এলে পুলিশ আইনসঙ্গত ব্যবস্থা নেবে।”