
আসানসোল: ইসিএলের (ECL) গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু। প্রতিবাদে ইসিএলের কোলিয়ারিতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও পরিজনরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির ইসিএলের বেজডি কোলিয়ারির ঘটনা।
সোমবার রাধানগরের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী নন্দিনী গুপ্তা। তাঁর মামার সঙ্গে মোটরবাইকে চেপে স্কুল যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ইসকো রোডের রানিসায়র মোড়ে ইসিএলের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। জানা গিয়েছে, ওই গাড়িতে বিস্ফোরক ছিল। আহত ছাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিন জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর বেজডি কোলিয়ারিতে মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে সামিল ছিলেন আসানসোল পৌরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাজিও। সৌরভ বলেন, “আজ সকালে মামার সঙ্গে মেয়েটা স্কুলে যাচ্ছিল। সেই সময় ইসিএল-এর একটি ভ্যান ধাক্কা মারে। এরপর আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মেয়েটাকে বাঁচানো যায়নি। বছর দুয়েক আগে ওদের বাবা মারা গিয়েছে। তারপর দুই ভাগ্নি মামার বাড়ি থাকত। সেই মতো স্কুলে ভর্তি করেছিল। আজ স্কুলে যাচ্ছিল তখনই এই ঘটনা ঘটেছে।”