Asansol: জঙ্গলের ভিতরে পাতা ঢাকা অবস্থায় কী? স্তম্ভিত এলাকাবাসী

Asansol: জানা গিয়েছে, এ দিন জঙ্গলের মাঝে পাতা ঢাকা দেওয়া অজ্ঞাত কিশোরীর দেহটি উদ্ধার হয়। পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ড সাত নম্বর খোলামুখ খনির সামনে পলাশবনে ওই দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়।

Asansol: জঙ্গলের ভিতরে পাতা ঢাকা অবস্থায় কী? স্তম্ভিত এলাকাবাসী
আসানসোলে দেহ উদ্ধার Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 29, 2025 | 4:52 PM

আসানসোল: আসানসোলে কিশোরীর দেহ উদ্ধার। অনুমান খুন করা হয়েছে ওই কিশোরীকে। স্থানীয়দের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানা এলাকায়।

জানা গিয়েছে, এ দিন জঙ্গলের মাঝে পাতা ঢাকা দেওয়া অজ্ঞাত কিশোরীর দেহটি উদ্ধার হয়। পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ড সাত নম্বর খোলামুখ খনির সামনে পলাশবনে ওই দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। ময়না তদন্তের জন্য পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে। তবে ওই কিশোরীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এলাকার বাসিন্দাদের দাবি, তবে ওই কিশোরী স্থানীয় নয়। তদন্তে পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, এই এলাকার আশেপাশে বেআইনি কয়লা খাদান ও পাথর খাদান রয়েছে। সেখানে রয়েছে দুষ্কৃতীদের আনাগোনা। অথচ এইসব অঞ্চলে আদিবাসী সমাজের মহিলারা কাঠ কুড়াতে বা গোবর কুড়াতে আসেন। এরকম ঘটনা ঘটলে, তাদের নিরাপত্তা কোথায় ? পুলিশ প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে,দাবি তোলেন স্থানীয়রা। পুলিশ আধিকারিক বলেন, “একটা মৃতদেহ পাওয়া গিয়েছে। এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। এখনও কিছু অনুমান আমরা করতে পারছি না।”