
আসানসোল: আসানসোলে আত্মীয়র বাড়ি বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন বাঁকুড়া জেলার শালতোড়া থানা এলাকার একটি রিসর্টে। সেইখানেই নিকৃষ্ট ঘটনা। যুবতীকে বন্ধ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। পলাতক চার যুবক।
জানা গিয়েছে, ওই নির্যাতিতা ও তাঁর মামার মেয়ে সহ আরও কয়েকজন বন্ধু মিলে বাঁকুড়া জেলার শালতোড়া থানার ওই রিসোর্টে গিয়েছিলেন। অভিযোগ, সেইখানেই মাদক খাইয়ে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তের বাবা-মাকে আটক করেছে। অভিযুক্তদের বাড়ি আসানসোলের ইসমাইল এলাকা। অভিযুক্তের মা বলেন, “ছেলে বাড়ি ফেরেনি। কোথায় গেছে জানি না। পুলিশ এসেছিল বলল আমার ছেলে নির্দোষ। ওদের খুঁজে নিয়ে এস।”
জানা গিয়েছে, নির্যাতিতার বাড়ি দুর্গাপুরে। ওই যুবতী আসানসোলে আত্মীয়র বাড়িতে এসেছিল। তারপরই সকলে মিলে ঘুরতে যান সেখানে। নির্যাতিতা মেয়েটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর বাবা ইসিএল-এর কর্মী। ঘটনার পর অভিযুক্তরা মেয়েটিকে বাড়িতে রেখে যান বলে অভিযোগ। পরে জ্ঞান ফিরলে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। তবে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। তাঁরাই প্রশ্ন করেন নির্যাতিতাকে। তখন তিনি ধর্ষণের বিষয়টি জানান। বর্তমানে যুবতী ভর্তি রয়েছেন দুর্গাপুর ইএসআই হাসপাতালে।