Pangarh: কথায় বিস্তর ধোঁয়াশা! এবার গ্রেফতার করা হল সুতন্দ্রার গাড়িচালককে

Pangarh: গত ২৪শে ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তাঁর গাড়ির চালক রাজদেও শর্মা-সহ সেই গাড়িতে থাকা সুতন্দ্রার সঙ্গীরা ঘটনার দিন দাবি করে, ইভটিজিং করা হচ্ছিল একটি সাদা গাড়ি থেকে।

Pangarh: কথায় বিস্তর ধোঁয়াশা! এবার গ্রেফতার করা হল সুতন্দ্রার গাড়িচালককে
বাঁ দিকে সুতন্দ্রা, ডান দিকে গাড়িচালকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 04, 2025 | 5:53 PM

দুর্গাপুর: পানাগড়কাণ্ডে কাণ্ডে নিহত তরুণী সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মার বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল। নিহত তরুণীর মাও তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সেই গাড়িচালককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ হুগলির ভদ্রেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে।

গত ২৪শে ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তাঁর গাড়ির চালক রাজদেও শর্মা-সহ সেই গাড়িতে থাকা সুতন্দ্রার সঙ্গীরা ঘটনার দিন দাবি করে, ইভটিজিং করা হচ্ছিল একটি সাদা গাড়ি থেকে। তারপর তাঁদের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় তাঁরা ধাওয়া করে।

পরে আবার বয়ান বদল করে গাড়ির চালক। তিনি বলেন, ইভটিজিং হয়নি। গাড়িতে ধাক্কা দেওয়ায় সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধাওয়া করতে। তাই ৯০-১০০ কিমি বেগে গাড়ি ছুটিয়ে গাড়ি ধরতে গিয়েই দুর্ঘটনা ঘটে। তাঁদের কথায়, অসঙ্গতি ও বারবার বয়ান বদল দেখে সুতন্দ্রার মা চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন গত ১ মার্চ। সেই অভিযোগ চন্দননগর থানা থেকে কাঁকসা থানায় পাঠিয়ে দেওয়া হয়।

সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের অভিযোগ ছিল, “সুতন্দ্রার গাড়িতে যাঁরা ছিল আর বাবলু যাদবের গাড়িতে যাঁরা ছিল, সবাইকে তদন্তের আওতায় আনা হোক। পুলিশ স্বচ্ছ ভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুক।” তিনি কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না।

বাবলু যাদবকে ঘটনার কয়েকদিন পর গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। সোমবার রাতে ভদ্রেশ্বর দাস পাড়া থেকে ভদ্রেশ্বর থানার পুলিশের সহযোগিতায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করে নিয়ে যায় কাঁকসা পুলিশ।ধৃতের বিরুদ্ধে ১০৫,১২৫(এ), ২৮১,৩২৪(৪) বিএনএস এ মামলা রুজু করা হয়েছে।

আজ সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, অনেকগুলো বিষয়ে খটকা লাগায় আমি অভিযোগ করেছি। সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তারা বয়ান বদল করল কেন? গাড়ি ধাওয়া করে হাইরোড থেকে সার্ভিস রোডে নামিয়ে দিলে পরে কেন সাদা গাড়িকে ধাওয়া করতে গেল? এত গতিতে কেন গাড়ি চালাল? এয়ারব্যাগ কেন খোলেনি? দুজন গ্রেফতার হয়েছে সুতন্দ্রার মৃত্যুর ঘটনায়। আরও যাঁরা ছিলেন, তাঁদের ধরে জেরা করতে হবে পুলিশকে।