Deaf and Dumb: মূক ও বধিরদের কথা পৌঁছয়নি জেলাশাসকের কাছে! জানানোই হল না দাবি-দাওয়া

Chandra Shekhar Chatterjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 24, 2023 | 9:13 AM

Deaf and Dumb: মূক ও বধিরদের তরফে জানানো হয়েছে, তাঁদের কথা বলার একমাত্র ভাষাই হল সাইন ল্যাঙ্গোয়েজ। তাই সেই ভাষা কেউ বুঝতে না পারলে সব কাজেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

Deaf and Dumb: মূক ও বধিরদের কথা পৌঁছয়নি জেলাশাসকের কাছে! জানানোই হল না দাবি-দাওয়া
মূক ও বধিরদের কর্মসূচি
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: আদালত, থানা থেকে শুরু করে হাসপাতাল, কোনও সরকারি দফতরেই মূক ও বধিরদের ভাষা বোঝার জন্য ব্যবস্থা নেই। সমন্বয়ের অভাবে বিপদের মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। এই অভিযোগ জানিয়ে জেলাশাসকের দ্বারস্থ হওয়ার কথা ছিল পশ্চিম বর্ধমানের মূক ও বধিরদের। কিন্তু সেখানেও সমন্বয়ের অভাব। কর্মসূচি পালনই করতে পারলেন না মূক ও বধিররা। শনিবার ছিল আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস। অভিযোগ, আগে থেকে পুলিশের কাছে অনুমতি নেওয়া সত্ত্বেও ডেপুটেশন জমা করতে পারলেন না প্রায় ২০০ জন মূক ও বধির।

চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ ছিল জেলা শাসকের দফতর। এদিকে, রবীন্দ্র ভবন অন্য অনুষ্ঠানের জন্য বরাদ্দ থাকায় কর্মসূচি পালন করাই সম্ভব হয়নি তাঁদের। দীর্ঘ সময় পর পুলিশের সাহায্য নিয়ে মিছিল করতে পেরেছেন তাঁরা। তবে এই সমস্যার কথা জানতে পেরে ছুটে যান জেলাশাসক এস পুন্যবালম। তিনি জানান, মূক ও বধিরদের ডেপুটেশনের ওই কর্মসূচির আবেদন তাঁর কানেই পৌঁছয়নি। আগামী সোমবার তাঁদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।

মূক ও বধিরদের তরফে জানানো হয়েছে, তাঁদের কথা বলার একমাত্র ভাষাই হল সাইন ল্যাঙ্গোয়েজ। তাই সেই ভাষা কেউ বুঝতে না পারলে সব কাজেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সব দফতরে যাতে ইন্টারপ্রেটরের ব্যবস্থা থাকে, তাঁদের আবেদন যেন সর্বত্র পৌঁছয়, সেই আর্জি নিয়েই জেলাশাসকের দ্বারস্থ হতে চেয়েছিলেন তাঁরা।

Next Article