Durgapur: দেহাংশের পচা গন্ধ ঢাকতে ঢালা হয়েছিল নুন! রোমহর্ষক ঘটনা

Durgapur: স্থানীয় বাসিন্দাদের দাবি, ডি সেক্টরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে প্রদীপ চক্রবর্তীর সঙ্গেই থাকতেন ছবি। বুধবার পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা আবাসনের ভেতরে ঢুকে চমকে যান। তারপরেই তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে কঙ্কালসার দেহ উদ্ধার করে নিয়ে যায়।

Durgapur: দেহাংশের পচা গন্ধ ঢাকতে ঢালা হয়েছিল নুন! রোমহর্ষক ঘটনা
দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 27, 2026 | 5:45 PM

দুর্গাপুর: খুন করে পচা গন্ধ রুখতে ঢালা হয়েছিল নুন। হাড়হিম করা ঘটনা দুর্গাপুরে।
দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের এক আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার।। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার ডি-সেক্টর অ্যাভিনিউয়ে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। মৃতা প্রৌঢ়ার নাম ছবি দাস (৫৫)। দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়ার কাজ করতেন। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ডি সেক্টরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে প্রদীপ চক্রবর্তীর সঙ্গেই থাকতেন ছবি। বুধবার পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা আবাসনের ভেতরে ঢুকে চমকে যান। তারপরেই তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ পৌঁছে কঙ্কালসার দেহ উদ্ধার করে নিয়ে যায়।

আটক করে অভিযুক্ত স্বামী প্রদীপ চক্রবর্তীকে। স্থানীয় বাসিন্দা অ্যান্টনি ডিসুজার,  অভিযোগ, ছবি দাস খুব ভালো মহিলা ছিলেন। তার স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে কয়েক মাস ধরে ঝামেলা হচ্ছিল। সেই থেকেই খুন করা হয়েছে বলে অনুমান তাঁদের। খুন করার পর যাতে মৃতদেহ থেকে গন্ধ না ছড়ায় সেজন্য নুন ছেটানো হয়েছে বলে পুলিশের দাবি। দুর্গাপুরের এসিপি সুবীর রায় জানিয়েছেন, একটি কঙ্কাল পাওয়া গেছে। কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।