ধানবাদ: পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার ঘটনার পর থেকে গোটা দেশে নিন্দার ঝড়। ঘটনার ইতিমধ্যেই তদন্তে নেমেছে গোয়েন্দারা। শুধু তাই নয়, পাল্টা জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাত চালাচ্ছে সেনাও। এই আবহের মধ্য়েই ঝাড়খণ্ডের ধানবাদে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)-র হাতে ধৃত চার।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা ঘটনার পর গোটা দেশ জুড়েই চলছে কড়া নজর। জঙ্গি সংগঠন হিজবুল তাহরি, আল-কায়দা ও আইসিস-এর সঙ্গে যুক্ত সন্দেহে ঝাড়খণ্ডের ধানবাদে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড ATS। জানা যাচ্ছে, ধৃতরা বৈআইনি অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল।
গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের নাম গুলফাম হাসান, অয়ন জাভেদ, শেহজাদ আলম ও শবনম পারভিন। এদের কাছ থেকে দু’টি পিস্তল, ১২টি কার্তুজ, ইলেকট্রনিক গ্যাজেট ও নিষিদ্ধ সংগঠনের বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। বস্তুত, আসানসোল থেকে থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছিল অভিযুক্তরা। বস্তুত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক-মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়। আহত হন একাধিক। প্রাণ হাতে নিয়ে যে সকল পর্যটকরা ফিরে আসেন, তাঁরা জানান শুধু বেছে-বেছে হিন্দুদের খুন করেছে সন্ত্রাসবাদীরা। এদিকে, জঙ্গিদের একের পর এক বাড়ি ধ্বংস করেছে সেনা। এই আবহের মধ্যেই এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
ধানবাদ: পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার ঘটনার পর থেকে গোটা দেশে নিন্দার ঝড়। ঘটনার ইতিমধ্যেই তদন্তে নেমেছে গোয়েন্দারা। শুধু তাই নয়, পাল্টা জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাত চালাচ্ছে সেনাও। এই আবহের মধ্য়েই ঝাড়খণ্ডের ধানবাদে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)-র হাতে ধৃত চার।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা ঘটনার পর গোটা দেশ জুড়েই চলছে কড়া নজর। জঙ্গি সংগঠন হিজবুল তাহরি, আল-কায়দা ও আইসিস-এর সঙ্গে যুক্ত সন্দেহে ঝাড়খণ্ডের ধানবাদে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড ATS। জানা যাচ্ছে, ধৃতরা বৈআইনি অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল।
গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের নাম গুলফাম হাসান, অয়ন জাভেদ, শেহজাদ আলম ও শবনম পারভিন। এদের কাছ থেকে দু’টি পিস্তল, ১২টি কার্তুজ, ইলেকট্রনিক গ্যাজেট ও নিষিদ্ধ সংগঠনের বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। বস্তুত, আসানসোল থেকে থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছিল অভিযুক্তরা। বস্তুত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক-মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়। আহত হন একাধিক। প্রাণ হাতে নিয়ে যে সকল পর্যটকরা ফিরে আসেন, তাঁরা জানান শুধু বেছে-বেছে হিন্দুদের খুন করেছে সন্ত্রাসবাদীরা। এদিকে, জঙ্গিদের একের পর এক বাড়ি ধ্বংস করেছে সেনা। এই আবহের মধ্যেই এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।