রেল কর্মীকে এলোপাথাড়ি গুলি, গাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
স্থানীয় সূত্রে (Asansole) জানা গিয়েছে, বিভিন্ন ছোট ছোট চিটফান্ডেও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
পশ্চিম বর্ধমান: রেল কর্মীকে এলোপাথাড়ি গুলি (Shootout)। গাড়িতেই উদ্ধার হল দেহ। শনিবার আসানসোল চিত্তরঞ্জনের কর্নেল সিং পার্কের কাছে গাড়ির ভিতর থেকে রেলকর্মী আনন্দ কুমার ভাটের (৪৫) গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অনুমান। কম করে ৬-৭টি গুলি তাঁর শরীর ভেদ করে বলে সূত্রের খবর।
চিত্তরঞ্জনের ৫৩ নম্বর রোডের বাসিন্দা ছিলেন এই রেলকর্মী। তিনি রেল কারখানার কর্মী ছিলেন। একইসঙ্গে প্রাইভেট টিউশনও পড়াতেন। গাড়ির ব্যবসাও ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ছোট ছোট চিটফান্ডেও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্যবসার লেনদেন সংক্রান্ত গোলমালের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান।
আরও পড়ুন: ‘খেলতে যাচ্ছি’ বলে বেরিয়েছিল, পুকুর থেকে উদ্ধার হল পাঁচ শিশুর নিথর দেহ
আনন্দ ভাটের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চিত্তরঞ্জন থানায়। ঝাড়খন্ড লাগোয়া রেল শহর চিত্তরঞ্জন একেবারেই আরপিএফের নিরাপত্তা বেষ্টনীতে থাকে। শহরটিতে আংশিক লকডাউনও চলছে। বাইরের লোকজনের আনাগোনা বন্ধ। এরমধ্যে এমন ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ও আরপিএফ যৌথভাবে তদন্ত শুরু করেছে।