Paschim Bardhaman: জঙ্গলের মধ্যে ক্যাম্প, সেখানেই পুলিশের পরীক্ষার কী হচ্ছিল জানেন? চমকে উঠবেন

Budbud: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া হয় কয়েক'শ বেকার যুবকের কাছে। শনিবার সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল কলমডাঙা গ্রামের জঙ্গলে। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। চাকরিপ্রার্থীরা পুলিশকে দেখে পালিয়ে গেলেও, ঘটনাস্থল থেকে দশজনকে গ্রেফতার করে।

Paschim Bardhaman: জঙ্গলের মধ্যে ক্যাম্প, সেখানেই পুলিশের পরীক্ষার কী হচ্ছিল জানেন? চমকে উঠবেন
রাজ্য পুলিশে ভুয়ো নিয়োগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2025 | 3:30 PM

বুদবুদ (পশ্চিম বর্ধমান): চারদিকে ঘন জঙ্গল। সেখানে বসানো হয়েছে ক্যাম্প। কীসের বলুন তো? জানলে চমকে যাবেন। রবিবার রাজ্যজুড়ে চলছে পুলিশের নিয়োগ প্রক্রিয়া। আর তার আগে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। জানা যাচ্ছে, একাধিক জায়গা থেকে টাকার বিনিময়ে রাজ্য পুলিশে চাকরির প্রশ্নপত্র আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছিল। পরে পুলিশের কাছে খবর যেতেই পাকড়াও করা হয় অভিযুক্তদের। সেই রকমই এবার অভিযোগ উঠেছিল পশ্চম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কলমডাহা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থেকে পুলিশের একটি দল হানা দেয়। তারপরই তাঁরা দশজনকে গ্রেফতার করে। রবিবার সাত সকালে তাঁদের বর্ধমান নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দুটি ছোট গাড়ি ও পঞ্চায়েতের একটি জলের ট্যাঙ্কও আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া হয় কয়েক’শ বেকার যুবকের কাছে। শনিবার সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল কলমডাঙা গ্রামের জঙ্গলে। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। চাকরিপ্রার্থীরা পুলিশকে দেখে পালিয়ে গেলেও, ঘটনাস্থল থেকে দশজনকে গ্রেফতার করে। অভিযোগ, এরা সকলে প্রশ্নপত্র বিলি করার কাজ করছিল। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বিজেপির দাবি, অবিলম্বে পুলিশের পরীক্ষা বাতিল করা হোক। গোটা রাজ্যজুড়ে দুর্নীতিতে ভরে গিয়েছে। দেবশালার ঘটনা তার একটি নমুনা।