Durgapur News: দুর্গাপুর পুরসভায় কাজ করতেন গণধর্ষণ-কাণ্ডের মূল অভিযুক্ত? জানা গেল সত্যতা

স্থানীয় সূত্রে খবর, মূল অভিযুক্ত দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পড়ে। এলাকার কাউন্সিলর এই নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি। তবে এলাকার বাসিন্দাদের একাংশ বলেছেন, এলাকায় তৃণমূলের দলীয় অনুষ্ঠানে কাজ করতেন তিনি। নেতৃত্ব না দিলেও কর্মী হিসাবে থাকতেন।

Durgapur News: দুর্গাপুর পুরসভায় কাজ করতেন গণধর্ষণ-কাণ্ডের মূল অভিযুক্ত? জানা গেল সত্যতা
রাখি তিওয়ারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 13, 2025 | 4:40 PM

দুর্গাপুর: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার হয়েছেন পাঁচজন। এদের মধ্যে রয়েছে মূল অভিযুক্তও। বিজেপির দাবি, যে এই ঘটনার মাস্টারমাইন্ড তিনি তৃণমূল কর্মী। এমনকী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই ব্যক্তি আবার দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। যদিও, পুরসভার তরফে বলা হয়েছে, এই ব্যক্তি তাঁদের কর্মী নন। যে ঠিকাদার বিদ্যুৎ দফতরে কাজ করে তাদের কর্মী।

শুভেন্দু অধিকারী কী বলেছেন?

তিনি বলেন, “এখনও পর্যন্ত মোট চার জন গ্রেফতার হয়েছে। আজকে যিনি গ্রেফতার হয়েছে তিনি দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী কর্মী। তৃণমূলের ক্যাডার। ওঁর বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব উঠে এসেছিল,আজকে নতুন একটি তত্ত্ব এল, এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী জড়িত। শাসক যেখানে শোষক,সেখানে আইনের শাসন ও বিচার পাওয়ার কোনও জায়গা নেই।” তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “শুভেন্দু এখন বড় বড় ডায়ালগ দিচ্ছেন যে ফাঁসি দিতে হবে। আরে ফাঁসিটা তো হয়েই যেত যদি আপনার সরকার অপরাজিত বিলকে আটকে না রাখত।”

স্থানীয় সূত্রে খবর, মূল অভিযুক্ত দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পড়ে। এলাকার কাউন্সিলর এই নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি। তবে এলাকার বাসিন্দাদের একাংশ বলেছেন, এলাকায় তৃণমূলের দলীয় অনুষ্ঠানে কাজ করতেন তিনি। নেতৃত্ব না দিলেও কর্মী হিসাবে থাকতেন। অপরদিকে, যে অভিযোগ উঠছে যে অভিযুক্ত দুর্গাপুর পুরসভায় কাজ করেন, সেই প্রসঙ্গে পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারী বলেন, “যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি। যে দোষী তার সাজা চাইছি।” তিনি এও বলেন, “বিদ্যুৎ দফতরে যে ঠিকাদার সংস্থা কাজ করে তাদের কর্মী ছিলেন। সরাসরি যুক্ত নন।”