Accident: পোষ্যকে পিষে দেয় লরি, মৃত সারমেয়র ময়নাতদন্ত করালেন মালিক

Accident: জানা গিয়েছে, দিন দুয়েক আগে আসানসোলের পাঁচগাছিয়ার বাসিন্দা বিরু কুমার তার বাড়ির পোষ্য একটি সারমেয়কে নিয়ে সন্ধ্যা ভ্রমণে বেরিয়েছিলেন। আসানসোল-গৌরান্ডি রাস্তার ধার ধরে দুজনে হাঁটাহাটি করছিলেন।

Accident: পোষ্যকে পিষে দেয় লরি, মৃত সারমেয়র ময়নাতদন্ত করালেন মালিক
সারমেয়র ময়নাতদন্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 28, 2023 | 8:24 AM

আসানসোল: পোষ্য সারমেয়কে নিয়ে সন্ধ্যা ভ্রমণে বেরিয়েছিলেন মালিক। কিছুদূর হাঁটাহাটি করার পরই ধেয়ে এল বিপদ। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা একটি লরি পিষে দিয়ে গেল সারমেয়টিকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে আদরের পোষ্যর মৃত্যু মেনে নিতে পারেননি মালিক। ছুটলেন থানায়। লরি চালকের নামে দায়ের হল অভিযোগ। শুধু তাই নয়, ময়নাতদন্ত করা হল সারমেয়টির। আটক করা হয়েছে ঘাতক লরিটিকেও। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনী মোড় এলাকায়।

জানা গিয়েছে, দিন দুয়েক আগে আসানসোলের পাঁচগাছিয়ার বাসিন্দা বিরু কুমার তার বাড়ির পোষ্য একটি সারমেয়কে নিয়ে সন্ধ্যা ভ্রমণে বেরিয়েছিলেন। আসানসোল-গৌরান্ডি রাস্তার ধার ধরে দুজনে হাঁটাহাটি করছিলেন। অভিযোগ, সেই সময় দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দিকে ধেয়ে আসে। লরিটিকে দেখে দ্রুততার সঙ্গে বিরুবাবু সরে যেতে পারলেও সারমেয়টিকে পিষে দেয়। বিরুকুমারকে চাপা দিয়েছে ভেবে লরি চালক তৎক্ষনাত লরি ফেলে পালিয়ে যায়। রক্তক্ত অবস্থায় সারমেয়টিকে উদ্ধার করে বিরুবাবু আসানসোলের সরকারি পশু হাসপাতালে যান। তবে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরেই বিরু কুমারের পাশে স্থানীয় পশু প্রেমী সংগঠনগুলি দাঁড়ায়। বিরু কুমারকে নিয়ে গিয়ে তারা আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। অভিযোগের পর পুলিশ লরিটিকে আটক করে। শুধু তাই নয়, মৃত সারমেয়টির ময়নাতদন্ত করা হয় পশু হাসপাতালে। তারপর পুলিশ পোষ্যটিকে ওই ব্যক্তির হাতে তুলে দেয়।

পুলিশ সূত্রে খবর, লরিটি কলকাতার রেজিস্ট্রেশন নম্বারের। লরির মালিক এবং চালকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে এই ঘটনার চূড়ান্ত শাস্তি দাবি করেছে পশুপ্রেমী সংগঠনগুলি। তারা ইতিমধ্যেই ইমেল করে বিষয়টিকে প্রশাসনের নজরে এনেছেন।