Durgapur: আয়েশ করে চা খেল, তারপর ৩০ লক্ষ টাকা নিয়ে গেল চোরেরা

Durgapur: পুলিশের প্রাথমিক অনুমান, বাউন্ডারির লোহার জাল সরিয়ে জানালা দিয়ে চোরেরা বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপরই তিনতলা জুড়ে তাণ্ডব চালায়।

Durgapur: আয়েশ করে চা খেল, তারপর ৩০ লক্ষ টাকা নিয়ে গেল চোরেরা
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 17, 2025 | 6:37 PM

দুর্গাপুর: ফাঁকা বাড়ি। আর সেই বাড়িতে চুরি করতে এসে আয়েশ করে চা খেয়ে গেল চোরেরা। নগদ ও সোনার গয়না মিলিয়ে ৩০ লক্ষ টাকার জিনিস নিয়ে গেল। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকায় বাস করেন প্রীতপাল লুথরা। পেশায় ব্যবসায়ী। হোটেল, সোনার দোকান রয়েছে। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গত ৯ জুলাই যোগ দিতে সপরিবারে দিল্লিতে যান। মঙ্গলবার বাড়ি ফেরেন। মূল গেট খুলতেই দেখেন লন্ডভন্ড চারদিক। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের জিনিসপত্র। একের পর এক আলমারি খোলা। বাড়ির দু’তলা ও তিনতলাতেও একই ছবি।

খবর পেয়ে আসে নিউটাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, বাউন্ডারির লোহার জাল সরিয়ে জানালা দিয়ে চোরেরা বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপরই তিনতলা জুড়ে তাণ্ডব চালায়। চুরি করতে এসে চা বানিয়েও খায় চোরেরা। আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না লুট করে। তারপর চম্পট দেয় চোরেরা।

চা বানিয়ে খেয়েছে চোরেরা

বাড়ির কর্তা প্রীতপাল লুথরা বলেন, “আমরা কয়েকদিনের জন্য বাড়িতে ছিলাম না। দিল্লি গিয়েছিলাম। ফিরে দেখি ঘর লন্ডভন্ড। আলমারি ভাঙা। সোনা, টাকা নিয়ে গিয়েছে। এমনকি, চোরেরা চা বানিয়ে খেয়েছে। বাথরুম নোংরা করেছে।” তিনি জানান, দিল্লির যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। ফলে সিসিটিভি ক্যামেরায় কোনও ছবি ধরা পড়েনি চোরেদের। চোরেরা তাঁদের গতিবিধির সম্পর্কে সব জানত বলে মনে করছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।