দুর্গাপুর: তৃণমূল (TMC) কর্মীর সঙ্গে বসে মদ্যপানের অভিযোগ উঠল পোলিং অফিসারের (Polling Officer) বিরুদ্ধে। রাতে্ বুথের বাইরে পুকুর পাড়ে বসে মদ্যপান করছিলেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ঘটনায় কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি (BJP)। কমিশন ব্যবস্থা নেবে বলে আশাবাদী গেরুয়া শিবির।
সোমবার রাজ্যে চলছে সপ্তম দফার ভোট। তার আগে অর্থাৎ রবিবার রাতে পোলিং বুথের বাইরে সেকেন্ড পোলিং অফিসার এ ভাবে মদ্যপান করছিলেন বলে অভিযোগ।দুর্গাপুরের বাঁশকোপা আকুরে পাড়া এলাকায় এসএসকেএম স্কুলের ২৫৩ নম্বর বুথের সেকেন্ড পোলিং অফিসার ওই ব্যক্তি। বিজেপির অভিযোগ, তাদের কর্মীরা রাতে দেখতে পান পুকুরের আড়ে বসে পঞ্চায়েত সদস্যের সঙ্গে বসে মদ্যপান করছেন তিনি। ভোটের আগে এমন ঘটনায় বিচলিত হন তাঁরা। অভিযোগ, রাতে সেকেন্ড পোলিং অফিসার কিছুক্ষনের জন্য বুথ ছেড়ে উধাও হয়ে যান। সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারের কাছে অভিযোগ জানান বিজেপি কর্মীরা।
ভাইরাল ভিডিয়োতে পোলিং অফিসারকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা কী করতে পারি? আমরা বসেছিলাম, পাড়ার গল্প হচ্ছিল, ওরা যোগ দিয়েছে। আমাদের কিছু করার নেই।’ সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসার এই ঘটনার নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, এই কাজ যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। তবে, ঘটনা সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন না বলে সংবাদমাধ্যমকে জানান প্রিসাইডিং অফিসার।
আরও পড়ুন: ঐশীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, ‘ভোট করাব যদি বাধা দেওয়া হয়’, পাল্টা হুঁশিয়ারি প্রার্থীর
দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী জানান, ভিডিয়ো পঠানো হয়েছে বিশেষ পর্যবেক্ষককে, অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও। কমিশন ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেই আশাবাদী তিনি। অন্য দিকে, এই ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।