
আসানসোল: এক চাল ব্যবসায়ীর দুই কর্মীর কাছ থেকে এগারো লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার ১৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত হয় স্বয়ংক্রিয় পিস্তল, কয়েকটি তাজা কার্তুজ। ধৃতদের মধ্যে রয়েছে এক তৃণমূল যুব নেতা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ দু’লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ এবং মোটরবাইক। বিজেপির অভিযোগ, ধৃতের মধ্যে সরবন মণ্ডল কুলটির যুব তৃণমূল নেতা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল।
প্রসঙ্গত, শনিবার বিকেল চারটের সময় আসানসোল দক্ষিণ থানার সাতাশা মোড়ের কাছে নিয়ামতপুরের চাল ব্যবসায়ীর দুই কর্মীর কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করা হয়। তৃণমূলের দাবি, সরবন মণ্ডল এক সময় কুলটিতে যুব তৃণমূলের পদে ছিল। তবে বছর খানেক আগে তাঁকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু বলেন, “প্রাক্তন সেক্রেটারি ছিল। ওকে আগেই বহিষ্কার করেছিলাম। পদে আর নেই। এখন ও তৃণমূলের পদে নেই।” আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “তৃণমূল মারছে, তৃণমূল মরছে। ধর্ষণ, খুন, ডাকাতি যে কোনও বেআইনি কাজ ওরা করছে। তার কোনও শাস্তি নেই।” ডিসি সেন্ট্রাল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ধ্রুব দাস বলেন, “বিভিন্ন জায়গায় রেইড করে গ্রেফতার হয়েছে। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরা হলেন রাহুল বনওয়াল, অভিষেক প্রসাদ, সানি সিং, শরবান মণ্ডল, দীপঙ্কর বিশ্বাস। কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করা হয়।”