TMC MLA: সিন্ডিকেটে ক্ষুব্ধ তৃণমূল বিধায়কও? শুভেন্দু-সুকান্তদের সুরে গলা মিলিয়েই চড়ালেন সুর?

Chandra Shekhar Chatterjee | Edited By: জয়দীপ দাস

Dec 05, 2023 | 9:02 PM

TMC MLA: ভিডিয়োটি টুইটও করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, বিরোধীরা বরাবরাই শাসকদল ও পুলিশের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে আসছিলেন। এবার সেই একই কথা বলছেন তৃণমূল বিধায়ক। জামুড়িয়ায় যে সিন্ডিকেটরাজের দাপট চলে তা আবারও প্রমাণিত হয়ে গেল।

TMC MLA: সিন্ডিকেটে ক্ষুব্ধ তৃণমূল বিধায়কও? শুভেন্দু-সুকান্তদের সুরে গলা মিলিয়েই চড়ালেন সুর?
বিধায়ক হরেরাম সিং
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আসানসোল: বারবার বেআইনি সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। আসানসোলে এসে একাধিকবার এই অভিযোগ করতে দেখা গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এবার একই সুর তৃণমূলের জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংয়ের গলায়। প্রকাশ্য সভা থেকে দিলেন হুঁশিয়ারি। সাফ বললেন, জামুড়িয়ায় কোনও সিন্ডিকেটরাজকেই বরদাস্ত করা হবে না। 

এলাকায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়েছিল দলের তরফে সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন হরেরাম। তাঁর অভিযোগ, জামুড়িয়ায় অজয় নদের ধারে গ্রামবাসীরা যে বালি নিয়ে আসত তা বন্ধ হয়ে গিয়েছে সিন্ডিকেট দৌরাত্ম্যের কারণেই। তবে কী তিনি অজয় নদের পাড় থেকে অবাধে বালি তোলার অনুমতি চাইছেন? প্রকাশ্য সভায় তাঁর ওই মন্তব্যের পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। রাজনৈতিক মহলেও চলছে বিতর্ক। ইতিমধ্যে প্রকাশ্য সভায় দেওয়া তাঁর এই ভাষণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো নিয়ে মাঠে নেমে পড়েছেন পদ্ম শিবিরের কর্মীরা। 

ভিডিয়োটি টুইটও করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, বিরোধীরা বরাবরাই শাসকদল ও পুলিশের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে আসছিলেন। এবার সেই একই কথা বলছেন তৃণমূল বিধায়ক। জামুড়িয়ায় যে সিন্ডিকেটরাজের দাপট চলে তা আবারও প্রমাণিত হয়ে গেল। একইসঙ্গে খোঁচা দিয়ে তিনি এও বলেছেন, এই ইস্যুতে জামুড়িয়ার বিধায়ক যদি আন্দোলনে নামেন তাহলে তাঁর সঙ্গে থাকবে বিজেপি।

Next Article