Asansol: বাড়ির নতুন রিজার্ভয়ারে নেমে আর উঠলেন না ২ শ্রমিক, আসানসোলে শোরগোল
Asansol: দমকল বাহিনী রিজার্ভয়ারে জল ভরে দুই শ্রমিককে উদ্ধার করেন। দুই জনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

আসানসোল: বাড়ির নবনির্মিত আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ারে নেমে মৃত্যু দুই নির্মাণকর্মীর। আসানসোল দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দুটি উদ্ধার করেন। চিকিৎসক ও দমকল কর্মীদের প্রাথনিক অনুমান, রিজার্ভয়ারের বিষাক্ত গ্যাস থেকে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে আসানসোল হিরাপুর থানার ইসমাইল ৬০ ফুট রাস্তার কাছে।
একটি বাড়ির নতুন রিজার্ভয়ার নির্মাণ করা হয়েছিল। আন্ডারগ্রাউন্ড ওই রিজার্ভয়ারে নেমেছিলেন এক নির্মাণকর্মী। পরে আরও একজন নামেন। কিছুক্ষণ পর দু’জনেরই কোনও আওয়াজ বাড়ির সদস্যরা না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্থানীয় বাসিন্দারা চলে আসেন। একটু পরে আসানসোল থেকে দমকল বাহিনীও আসে। মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ারে বিষাক্ত গ্যাস থেকেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান।
জানা গিয়েছে, প্রথমে একজন মিস্ত্রি ওই রিজার্ভয়ারে নেমে কাজ করছিলেন। দীর্ঘক্ষণ তাঁর সাড়াশব্দ না পেয়ে সহকারী নির্মাণকর্মী উঁকি মেরে দেখেন যে মিস্ত্রি নিচে লুটিয়ে পড়ে আছেন। তাঁকে উদ্ধার করতে নামেন সহকারী নির্মাণকর্মী। ওই নির্মাণকর্মীও বিষাক্ত গ্যাসের জেরে লুটিয়ে পড়েন। পরে দমকল বাহিনী রিজার্ভয়ারে জল ভরে দুই শ্রমিককে উদ্ধার করেন। দুই জনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
এই খবরটিও পড়ুন




বাড়ির মালিক প্রকাশ বার্নওয়াল বলেন, “আমি এই বাড়িটি গত বছরের এপ্রিলে কিনেছি। বাড়ির সামনে একটা রিজার্ভয়ার ছিল। সেটাকে আমি সেপটিক ট্যাঙ্ক করি। তারপর বাড়ির পিছনে একটি রিজার্ভয়ার তৈরি করা হচ্ছিল। আমার মনে হয় রিজার্ভয়ারে বিষাক্ত গ্যাসে ওই দুই জনের মৃত্যু হয়েছে।”





