দুর্গাপুর: বাসের মধ্যেই মাদক পাচারের চেষ্টা চলছিল। পাচারকারীরা হয়ত ভেবেছিলেন তাদের পথ মসৃণ থাকবে। কিন্তু না! হল না। পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী। প্রায় ১৫ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার হল অভিযুক্তরা।
শুক্রবার মধ্যরাতে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে নদিয়ায় পাচারের জন্য ওই মাদকগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃতদের নাম হাসিবুল শেখ (৩৫) ও বদরুদ্দিন শেখ (২৩)। তারা সকলে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তদের আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। তবে শুধু দুর্গাপুর নয়, আজ কোচবিহার থেকেও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, মণিপুরের এক মাদক ব্যবসায়ী ও তার দলবল মাদকগুলি পাচারের ছক কষেছিল। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪ কেজিরও বেশি ইয়াবা ট্যালবেট এবং এক কেজিরও বেশি ব্রাউন সুগার। একটি ১৪ চাকার ট্রাকের মধ্যে এই বিপুল পরিমাণ মাদক লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ট্রাকটিকেও বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স।