বিজেপি কর্মীকে ‘মারধর’, পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি এলাকায় ঢুকতেই উত্তেজনা চরমে
ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত দুর্গাপুর (Durgapur)। পাণ্ডবেশ্বরে (Pandabeswar) এক বিজেপি কর্মীকে (Bengal BJP) মারধরের অভিযোগ।
দুর্গাপুর: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত দুর্গাপুর (Durgapur)। পাণ্ডবেশ্বরে (Pandabeswar) এক বিজেপি কর্মীকে (Bengal BJP) মারধরের অভিযোগ। তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পান্ডবেশ্বর বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। বুধবার রাতে পশ্চিম বর্ধমানের শংকরপুরের চার নম্বরের এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ বাধে। মহম্মদ মনসুর নামে বিজেপি-র এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ তোলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র কুমার তিওয়ারি।
তা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিরোধ গড়ে তুলে যুযুধান প্রতিপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন জিতেন্দ্র তিওয়ারি। এদিকে, তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাল্টা অভিযোগ, বাঁকোলা এলাকায় জিতেন্দ্র তিওয়ারির উস্কানিমূলক মন্তব্যের পরেই তৃণমূলের কর্মী-সমর্থকদের বাড়িতে চড়াও হয় বিজেপি কর্মীরা। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও করেন তৃণমূল প্রার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অন্ডাল থানার পুলিশ।
আরও পড়ুন: প্রচার সেরে ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর, মুখে করা হল প্রস্রাব! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ভোট আবহে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে পাণ্ডবেশ্বর এলাকা। তপ্ত হয়েছে মাটি। ঝরেছে রক্ত। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। আতঙ্কের পরিবেশ তৈরি করতে অনেক সময় বোমাবাজিও হয় এলাকায়। ভোটের দিনটা নির্বিঘ্নে কাটাতে প্রহর গুনছেন স্থানীয়রা।