দেওয়াল দখলের লড়াই! বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সৈকত দাস |

Mar 24, 2021 | 11:27 PM

উত্তর আসানসোলের পর এবার বারাবনিতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)-র তুমুল সংঘর্ষে তীব্র উত্তেজলা ছড়াল এলাকায়।

দেওয়াল দখলের লড়াই! বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব চিত্র

Follow Us

আসানসোল: একুশের ভোটের (West Bengal Assembly Election 2021) ময়দান কার্যত উত্তপ্ত। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করেও হাতাহাতিতে জড়াল যুযুধান দুই পক্ষ, তৃণমূল (TMC) বিজেপি (BJP)। উত্তর আসানসোলের পর এবার বারাবনিতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির তুমুল সংঘর্ষে তীব্র উত্তেজলা ছড়াল এলাকায়। অভিযোগ, বিজেপির দেওয়াল লিখনে বাধা দেয় তৃণমূল কর্মীরা। মারধোর করে তাদের বের করে দেওয়া হয় এলাকা থেকে। এরপর শুরু হয় দুই পক্ষের লড়াই।

এদিকে এই গণ্ডগোলের খবর পেয়েই বিজেপি প্রার্থী অরিজিৎ রায় সেখানে হাজির হন। ওইবাড়ির দেওয়ালে দুই পক্ষকে দেওয়াল লিখন করতে বারণ করেন তিনি। অভিযোগ, সেখান থেকে বেরনোর সময় বিজেপি প্রার্থীও তৃণমূলের হামলার মুখে পড়েন। অরিজিৎ রায়ের গাড়ির কাঁচ ভেঙে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাবনি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। এদিকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয় থানায়।

জানা গিয়েছে, বারাবনি গ্রামের বন্দনা গড়াই নামে এক মহিলার বাড়ির দেওয়ালে দুই বিজেপি কর্মী প্রসেনজিৎ গড়াই ও তারক মণ্ডল দেওয়াল লিখনের কাজ করছিলেন। বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের নাম লেখার কাজ তখন মাঝপথে। এমন সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে বাধ সাধেন দেওয়াল লিখনের কাজে। প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রসেনজিৎ ও তারককে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বারাবনি মণ্ডল ১ এর বিজেপি সভাপতি সাধন রাউত বারাবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বাড়ির মালিক বন্দনা গরাইকে জিজ্ঞাসাবাজ করে তারা জানতে পারে দেওয়াল লিখনের জন্য় কাউকেই অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  এখন থমথমে রয়েছে ওই এলাকা।

Next Article