Asansol: ৯০টি ডেটোনেটর, জিলেটিন স্টিক! আসানসোল থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক
Asansol: এই ধরনের বিস্ফোরক সাধারণত কয়লা খাদান ও পাথর খাদানে ব্যবহার করা হয়। তবে অনেক সময় দুষ্কৃতীরাও এর ব্যবহার করে থাকে। প্রশ্ন উঠছে, এমন বিস্ফোরক ওই ব্যক্তির কাছে কীভাবে এল?
আসানসোল: বিস্ফোরক উদ্ধার হল রানিগঞ্জে। পুলিশি অভিযানে ডেটোনেটর ও জিলেটিন স্টিক উদ্ধার করেছে রানিগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাদাম বাগান কিষাণপল্লি এলাকা থেকে এক ব্যক্তি এই বিস্ফোরক পাচার করছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ৯০টি ডেটোনেটর ও জিলেটিন স্টিক উদ্ধার হয়। এই ঘটনায় ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক মামলায় মামলা দায়ের করা হয়। ধৃত কিষাণ বাউরির বয়স ৩৮ বছর। বাঁকুড়া জেলার মেজিয়া থানা এলাকার বাসিন্দা তিনি। সোমবার আসানসোল জেলা আদালতে তাঁকে তোলা হয়।
জানা গিয়েছে, এই ধরনের বিস্ফোরক সাধারণত কয়লা খাদান ও পাথর খাদানে ব্যবহার করা হয়। তবে অনেক সময় দুষ্কৃতীরাও এর ব্যবহার করে থাকে। প্রশ্ন উঠছে, এমন বিস্ফোরক ওই ব্যক্তির কাছে কীভাবে এল? তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সোমবার আদালতে যাওয়ার পথে ধৃত কিষাণ জানান, এই বিস্ফোরক পাথর খাদানে ব্যবহারের জন্যই তিনি নিয়ে যাচ্ছিলেন। রানিগঞ্জ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পঞ্চায়েত ভোট এখন ঘোষণার অপেক্ষা। বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল চলছে। ভোটের আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় কার্যত প্রতিনিয়ত মিলছে বোমা, বারুদের খোঁজ। আসানসোলে এই বিস্ফোরক উদ্ধার ঘিরে জোর চর্চা জেলায়।