Road Accident: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, রাস্তায় দেহ রেখে চলল বিক্ষোভ
Asansol: গত সোমবার ঘটনার সূত্রপাত। আসানসোল জিটি রোড এলআইসি মোড়ের কাছে কল্যাণী বাউড়ি নামে এক মহিলা দুর্ঘটনার শিকার হন। মহিলার বাড়ি কালিকাপুর সায়রপাড়ায়।
আসানসোল: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলে (Asansol)। প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধে বসেন পরিবারের লোকজন। পরিবারের লোকজনের অভিযোগ, গাড়িটি পুলিশের ছিল। গাড়ির চালকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাড়ির লোকজন। আসানসোলের জিটি রোডে ভগৎ সিং মোড়ে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু হয় বিকাল ৫টা নাগাদ। যার জেরে অবরুদ্ধ হয়ে যায় শহর। দু’ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। লাঠি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
গত সোমবার ঘটনার সূত্রপাত। আসানসোল জিটি রোড এলআইসি মোড়ের কাছে কল্যাণী বাউড়ি নামে এক মহিলা দুর্ঘটনার শিকার হন। মহিলার বাড়ি কালিকাপুর সায়রপাড়ায়। মৃতের পরিবারের দাবি, প্রথমে ওই মহিলাকে পুলিশ লাইন মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে জেলা হাসপাতাল ঘুরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে নিহতের আত্মীয়দের দাবি। বৃহস্পতিবার সেখানে কল্যাণী বাউড়ির মৃত্যু হয়। তারপরই মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আসানসোল থেকে বরাকর যাওয়ার রাস্তা এবং আসানসোল থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক জুবিলি মোড় যাওয়া রাস্তা একেবারেই অবরুদ্ধ হয়ে পড়ে। এলাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স। যদিও এই ঘটনায় পুলিশের তরফে কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।