
দুর্গাপুর: ঘুরছেন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই চলছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যের (Abhisekh Banerjee) নবজোয়ার কর্মসূচি। এদিকে ১৬ মে দুর্গাপুরে (Durgapur) যে তিনি আসছেন সেই খবর ছিল আগে থেকেই। সেজেও উঠছিল শহর। মঙ্গলবার দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জনসংযোগ যাত্রার ২২ তম দিনের অধিবেশন শুরু হল। ৬২ টি পঞ্চায়েত ও সাতটি পঞ্চায়েত সমিতির অধিবেশন হচ্ছে এখানে। পঞ্চায়েত ভোটের আগে এই মঞ্চ থেকে বড় বার্তা দিতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে।
এদিনের মঞ্চ থেকে অভিষেক জানালেন, “দল যাকে প্রার্থী করবে তাঁকে পছন্দ করুন বা না করুন তাকে জয়ী করাতে হবে। দলের স্বার্থে কাঁধে করে নিয়ে জয়ী করুন। প্রার্থী পছন্দ না হলে দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে জয়ী হলেও তার জন্য দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।” প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার শাসকদলের গোষ্ঠীকোন্দলের খবর আসছে। অনেক জায়াতেই প্রার্থী বাছাই নিয়ে হচ্ছে সমস্যা। অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের। এরইমধ্য়ে অভিষেকের এই কড়া বার্তা দলীয় কর্মীরা কতটা মেনে চলেন এখন সেটাই দেখার।
একইসঙ্গে ইডি-সিবিআইয়ের তদন্ত নিয়েও সুর চড়ালেন অভিষেক। বললেন, “ইডি সিবিআই যত রেইড করবে ততই শক্তিশালী হবে তৃণমূল।” একইসঙ্গে ফের একবার সরব হলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, “কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া টাকা দিচ্ছে না। কিন্তু অন্য রাজ্যের বরাদ্দ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। বাংলা বকেয়া টাকা গায়ের জোরে আটকে রেখেছে।”