Asansol: ‘১৫ কেজি পাওয়ার কথা, ১২ কিলো কেন লিখছেন?’, অগ্নিমিত্রা প্রশ্ন করতেই রেশন ডিলার বলেন…

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 23, 2025 | 6:40 PM

Asansol: বস্তুত, 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি করছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের কালীপাহাড়ী ছাতাপাথর এলাকায় যান শনিবার। সেখানকার বাসিন্দারা অভিযোগ করেন রেশনের সামগ্রিক কম দেওয়া হচ্ছে।

Asansol: ১৫ কেজি পাওয়ার কথা, ১২ কিলো কেন লিখছেন?, অগ্নিমিত্রা প্রশ্ন করতেই রেশন ডিলার বলেন...
অগ্নিমিত্রা পালের ধমক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: রেশন ডিলারকে বাড়ি থেকে ডেকে এনে ধমক দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রেশন কম দেওয়ার অভিযোগে রেশন ডিলার সুদর্শন প্রসাদ সিংকে এক হাত নেন অগ্নিমিত্রা।

বস্তুত, ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচি করছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের কালীপাহাড়ী ছাতাপাথর এলাকায় যান শনিবার। সেখানকার বাসিন্দারা অভিযোগ করেন রেশনের সামগ্রিক কম দেওয়া হচ্ছে। অভিযোগ শুনেই রেশন ডিলারকে তলব করেন বিধায়ক অগ্নিমিত্রা। কী কারণে কম দেওয়া হচ্ছে ? জানতে চান।

সদুত্তর না পেয়ে ধমক দেন ডিলারকে। মেশিনে যা উঠছে সেই পরিমান রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে দাবি রেশন ডিলারের। অগ্নিমিত্রার অভিযোগ ৫ কেজি বলে ৩ কেজি চাল দেওয়া হচ্ছে। মেশিনে স্লিপ উঠছে তাও হাতে লেখা স্লিপ দেওয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার করেন ডিলার। তবে গ্রামবাসীদের সামনে ডিলারকে হুঁশিয়ারি দিয়ে এলাকা ছাড়েন অগ্নিমিত্রা।

এ দিন অগ্নিমিত্রা রেশন ডিলারের উদ্দেশে বলেন, “আমি আমার বিধানসভায় এগুলো সহ্য করব না। আপনি কেন এই দু’নম্বরি করছেন? এই দু’নম্বরী করবেন না।” পাল্টা রেশন ডিলার বলেন, “আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই।” অগ্নিমিত্রা তখন বলেন, “আমি গাধা নই।” রেশন ডিলার বলেন, “না না গাধা কেন বলব। আপনি কেন ১২ কিলো লিখছেন যেখানে ১৫ কেজি পাওয়ার কথা?”