Asansol: তালাবন্দি ঘরে খাটের তলায় যুবতীর মৃতদেহ, এক বছরের সন্তানকে নিয়ে বেপাত্তা স্বামী

Asansol: বাড়ির মালিকের ছেলে তন্ময় মণ্ডল বলেন, "আমাদের এখানে বছর দুই আগে বাড়িভাড়া নেন বৈদ্যনাথ পাত্র। তাঁর বাড়ি পাশের থানা এলাকায়। কিন্তু, তিনি প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মেনে নেননি। তাই ভাড়াবাড়িতে থাকতেন। এখানে একটি কারখানায় কাজ করেন বৈদ্যনাথ।"

Asansol: তালাবন্দি ঘরে খাটের তলায় যুবতীর মৃতদেহ, এক বছরের সন্তানকে নিয়ে বেপাত্তা স্বামী
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 16, 2025 | 11:00 AM

আসানসোল: কোলে এক বছরের ছেলে। শ্বশুরবাড়ি যাচ্ছেন বলে ভাড়াবাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে স্ত্রী না থাকায় সন্দেহ হয় বাড়ির মালিকের ছেলের। তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের তালা ভেঙেই চমকে গেল। খাটের নিচে পড়ে যুবতীর দেহ। কাপড় দিয়ে ঢাকা রয়েছে মৃতদেহ। আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত হিজলগড়ার ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে পালিয়েছেন বৈদ্যনাথ পাত্র নামে ওই যুবক।

বাড়ির মালিকের ছেলে তন্ময় মণ্ডল বলেন, “আমাদের এখানে বছর দুই আগে বাড়িভাড়া নেন বৈদ্যনাথ পাত্র। তাঁর বাড়ি পাশের থানা এলাকায়। কিন্তু, তিনি প্রেম করে বিয়ে করায় বাড়ির লোক মেনে নেননি। তাই ভাড়াবাড়িতে থাকতেন। এখানে একটি কারখানায় কাজ করেন বৈদ্যনাথ।

স্ত্রী রেণুকা দাসের সঙ্গে বৈদ্যনাথের প্রায়ই ঝামেলা হত জানিয়ে তন্ময় বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। আমাদের বাড়িভাড়া দিতে হয় প্রতি মাসের ১৫ তারিখ। সেইমতো বাড়িভাড়া দিতে আসেন বৈদ্যনাথ। কোলে সন্তান ছিল। বাড়িভাড়া দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যান। বাড়ির অন্য ভাড়াটেদের বলে যান, শ্বশুরবাড়ি যাচ্ছেন। কিন্তু, সঙ্গে কোনও ব্যাগ ছিল না। স্ত্রীর কথা জিজ্ঞাসা করায় বৈদ্যনাথ বলেছিলেন, স্ত্রী আগেই রওনা দিয়েছে।

শুধু ছেলেকে নিয়ে এভাবে বেরিয়ে যাওয়ায় সন্দেহ হয় বাড়ির মালিকের ছেলের। তিনি পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় বৈদ্যনাথের দাদাকেও। তিনি আসবেন জানিয়েও আসেননি। শেষে পুলিশ তালা ভেঙে যুবতীর দেহ উদ্ধার করে। বৈদ্যনাথের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্ত্রীকে কেন খুন করলেন ওই যুবক, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।