Abhishek Banerjee: ‘বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো…’, বলেই অভিষেক কী বললেন?
অভিষেক বলেন, "বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো… যদি দেখো বিজেপির কর্মকর্তা চলতি মাসের ১৬-১৭-১৮-১৯ তারিখ ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি, তাহলে রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজিয়ে ডিজেও শোনাবে ভদ্রভাবে। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেব?"
এবার বিজেপি নেতাদের ‘গান’ শোনানোর পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি নেতাদের ডিজের পাশাপাশি রবীন্দ্র সংগীত শোনানোর নির্দেশ দিয়েছেন তিনি। বকলমে ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ বিজেপি নেতাদের ‘দাওয়াই’ দেওয়ার পরামর্শ দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কবে কবে শোনানো হবে গান, সে কথাও বলেছেন তিনি। অভিষেক বলেন, “বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো… যদি দেখো বিজেপির কর্মকর্তা চলতি মাসের ১৬-১৭-১৮-১৯ তারিখ ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে দশটার বেশি, তাহলে রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজিয়ে ডিজেও শোনাবে ভদ্রভাবে। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেব?”