
আসানসোল: মিড ডে মিলে পচা মাংস রান্নার সময় দুর্গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া। এই অভিযোগ তুলে স্কুলে তুমুল বিক্ষোভ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে। দুর্গন্ধে একাধিক ছাত্রী বমি করতে শুরু করে, তাদের গা গোলাতে থাকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তাঁর বক্তব্য, এহেন কোনও ঘটনাই ঘটেনি। পচা মাংস রান্না করার কোনও প্রশ্নই আসে না।
স্কুলের ছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার সকালে মাংস নিয়ে এসে মিড ডে মিলের রান্না নিজেই করতে শুরু করেন স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরী।অভিযোগ, পচা মাংসের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন পড়ুয়ারা। যখন মাংস রান্না করা শুরু হয়, তখন থেকেই একটা গন্ধ নাকে আসছিল পড়ুয়াদের। অভিযোগ, সারা স্কুলে সেই প্রকট গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। মাংস যত কষানো হতে থাকে, গন্ধ ততই প্রকট হয়। ধীরে ধীরে অসুস্থ হতে থাকে ছাত্রীরা। ক্লাসেই বেঞ্চে বসে বমি করতে থাকে একাধিক জন। স্কুলের অনান্য় কর্মীদেরও গা গুলিয়ে উঠতে থাকে। এরপরই খবর ছড়িয়ে পড়ে গ্রামে।
স্কুলে এসে হাজির হন অভিভাবকরা। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা মহিলাদের দাবি তাদের রান্না করতে দেওয়া হয়নি। যদিও প্রধান শিক্ষক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি দোকান থেকেই মাংস নিয়েছিলাম। দোকান মালিকের নাম আমি জানি না।” বিষয়টি তদন্ত শুরু করেছে প্রশাসন।