‘তৃণমূল করে ভুল করেছি’, শুভেন্দুর মঞ্চে কান ধরে ওঠবোস করে বিজেপিতে যোগ নেতার

দলবদলের নজির সামনে এসেছে আগেও। তবে এভাবে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করার ঘটনা নজিরবিহীন। ভোটের (West Bengal Assembly election) আগে রাজনীতি যেন রঙ্গমঞ্চে পরিণত হয়েছে।

'তৃণমূল করে ভুল করেছি', শুভেন্দুর মঞ্চে কান ধরে ওঠবোস করে বিজেপিতে যোগ নেতার
কান ধরে ওঠবোস করতে দেখে মঞ্চেই উঠল হাসির রোল
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2021 | 10:41 PM

পিংলা: ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly election) ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দলে দলে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে রাজনীতিতে তারকারা থাকুন বা নাই থাকুন বাংলার রাজনীতি কার্যত রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। ২০২১-এর নির্বাচনে দলবদল কোনও নতুন ঘটনা নয়। তাই বলে মঞ্চে দাঁড়িয়ে ওঠবোস করছেন নেতা, এমন দৃশ্য বোধ হয় তারই প্রমাণ।

বুধবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পিংলার জনসভায় তাঁর হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দেন পিংলার ২ নম্বর ব্লকের তৃণমূল সম্পাদক সুশান্ত পাল। শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে অনেক দিন ধরেই পরিচিত ছিলেন তিনি। অবশেষে শুভেন্দুর হাত থেকেই এ দিন তুলে নিলেন গেরুয়া পতাকা। আর তারপরই যে কাণ্ড ঘটালেন তাতে মঞ্চেই উঠল হাসির রোল।

উপস্থিত সমর্থকদের সামনে কান ধরে ওঠবোস করতে করতে তিনি বললেন, এত দিন তৃণমূল করে ভুল করেছি। তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানিয়েও ভুল করেছি। কার্যত এত দিন ধরে তৃণমূল কর্মী হিসেবে কাজ করার জন্য ক্ষমা চেয়ে নিলেন তিনি।

আরও পড়ুন: শুভেন্দু, রাজীব, শ্রাবন্তী, রুদ্রনীল…. দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

এক সময় শুভেন্দু ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। যদিও এদিন সুশান্ত বাবুর দল বদলের পর অজিত মাইতির দাবি, চার বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল সুশান্ত পালকে। তাঁর সঙ্গে দলের কোনও যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। কান ধরে এ ভাবে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপির সংস্কৃতিতে কেউ পা ধরে দলে যোগ দেন, আবার কেউ কান ধরে ওঠবোস করে।’