Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kharagpur: এক বগির উপর উঠে গিয়েছে আর এক বগি, সত্যিই কি ফের বড়সড় ট্রেন ‘দুর্ঘটনা’ খড়্গপুরে?

Kharagpur: কোনও দুর্ঘটনা ঘটলে কীভাবে তড়িঘড়ি সঠিক উপায়ে উদ্ধারকাজ হবে, কীভাবে উদ্ধার করা হবে আহতদের, কীভাবে সরানো হবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরা, এসবই হাতেকলমে করে দেখা হল এই মক ড্রিলে। প্রশিক্ষণও দেওয়া হল উদ্ধাকারী দলের কর্মীদের।

Kharagpur: এক বগির উপর উঠে গিয়েছে আর এক বগি, সত্যিই কি ফের বড়সড় ট্রেন ‘দুর্ঘটনা’ খড়্গপুরে?
চলছে মক ড্রিলImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 10:33 PM

খড়্গপুর: এক ঝলক দেখলে মনে হবে বড়সড় কোনও ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। একটা ট্রেনের কামরার উপর আরেকটা ট্রেনের কামরা উঠে গিয়েছে। বেজে উঠেছে সাইরেন। উদ্ধার কার্যে নেমে পড়েছে কর্মীরা, এনডিআরএফ। এদিন এই ছবিই দেখা গেল খড়্গপুরে। ঘটনায় শোরগোল আম-আদমি থেকে যাত্রীদের মধ্যে। কিন্তু, আদপে কিন্তু, কোনও দুর্ঘটনা ঘটেনি, কোনও পুজোর মণ্ডপের থিমও নয়। তবে আসলে কী ঘটেছে? সূত্রের খবর, খড়্গপুর ডিভিশনে এদিন হল একটি মক ড্রিল। কোনও দুর্ঘটনা ঘটলে কীভাবে তড়িঘড়ি সঠিক উপায়ে উদ্ধারকাজ হবে, কীভাবে উদ্ধার করা হবে আহতদের, কীভাবে সরানো হবে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরা, এসবই হাতেকলমে করে দেখা হল এই মক ড্রিলে। প্রশিক্ষণও দেওয়া হল উদ্ধাকারী দলের কর্মীদের।  

এদিন খড়্গপুর ডিভিশনের নিমপুরা ইয়ার্ডে এই মক ড্রিলটি চলে। আয়োজক জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF) এবং খড়্গপুর রেলওয়ে। সম্প্রতি বালাশোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই সময় দুর্গতদের উদ্ধার করতে টিম গিয়েছিল এই খড়্গপুর থেকে। এরকম কোনও দুর্ঘটনা ঘটলে কীভাবে তার মোকাবিলা করা হবে এদিনই তারই মহড়া চলল সেই খড়্গপুরেই। তবে এই ড্রিল যে চলবে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় রেলের তরফে। 

সূত্রের খবর, এদিন ডিজাস্টার রেসপন্স টিমের নেতৃত্বে ছিলেন সিনিয়র ডিএসও অমিত কুমার। পাশাপাশি কমার্শিয়াল, এসএন্ডটি, অপারেটিং, মেকানিক্যাল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আরপিএফ, সিভিল ডিফেন্স, সেফটি এবং এনডিআরএফের দল এই ড্রিলে অংশগ্রহণ করেছিল। সব দলের সদস্যরাই একযোগে উদ্ধারকাজের প্রশিক্ষণে নামেন। কীভাবে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রথম পদক্ষেপ হিসাবে কী করা হবে, সবই এদিন হাতেকলমে দেখানো হয় বলে জানা যাচ্ছে।