AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mystery Death: স্বামী কাজে যাওয়ার পরেই মুখে গাঁজলা উঠে মৃত্যু স্ত্রী ও দুই সন্তানের! তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে

Paschim Medinipur: পুলিশ সূত্রে খবর, একদিন আগেই কাজের সূত্রে বাইরে চলে যান গৃহকর্তা সুশান্ত। আর শুক্রবার থেকেই পরিবারের তিন সদস্যের বমি শুরু হয়।

Mystery Death: স্বামী কাজে যাওয়ার পরেই মুখে গাঁজলা উঠে মৃত্যু স্ত্রী ও দুই সন্তানের! তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে
মা ও দুই সন্তানের রহস্যমৃত্যু নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 10:49 PM
Share

পশ্চিম মেদিনীপুর: বমি, পায়খানা, তার পর মুখ দিয়ে গাঁজলা উঠে মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একই পরিবারের তিন সদস্যের একই ভাবে মৃত্যু ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে, মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের পরেই সঠিক মৃত্যুর কারণ জানা যাবে। যদিও এই মৃত্যু খুন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

জানা গিয়েছে, দাসপুর থানার জ্যোতগোর্বধন গ্রামের বাসিন্দা পেশায় সোনার কারিগর সুশান্ত বেরার স্ত্রী মৌমিতা বেরা (৩৪), মেয়ে অভিষিক্তা বেরা (১১) ও ছেলে অভিষেক বেরা (৮), একই পরিবারে ৩ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, একদিন আগেই কাজের সূত্রে বাইরে চলে যান গৃহকর্তা সুশান্ত। আর শুক্রবার থেকেই পরিবারের তিন সদস্যের বমি, পায়খানা হতে থাকে। তার পর শনিবার সকালে মৌমিতা ও তাঁর ছেলে ও মেয়ের শারীরিক অসুস্থতা দেখা দেয়। সকালে অভিষেক নামে ছোট ছেলেকে দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মৃত্যু হয় মেয়েরও!

অপরদিকে মৌমিতা ও অভিষিক্তার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। মা ও মেয়েকে দাসপুর গৌরা এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে এদিন সন্ধ্যে নাগাদ মৃত্যু হয় তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একই পরিবারের তিনজন সদস্যের এভাবে মৃত্যু নিয়ে শুরু হয়েছে আতঙ্ক। কী কারণে এই মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় দাসপুর থানায়। পুলিশের প্রাথমিক অনুমান খাদ্যে কোনও প্রকার বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে। যদিও পুরো ঘটনাই ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে জানা যাবে। স্থানীয় সূত্রে জানা যায়, এক দিন আগেই কর্মসূত্রে আবার বাইরে চলে যান সুশান্ত তারপরে হঠাৎ করে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দুই নাবালক ও মায়ের অকাল মৃত্যুতে শোকের আবহ এলাকায়।

এদিকে এদিনই ডায়রিয়া হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জনের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। ডাইরিয়া হয়ে মৃত্যু বলে জানান পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদ মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের ডাহাপাড়া গ্ৰামপঞ্চায়েতের কমলা পুস্করিণী গ্ৰামে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় একটি টিউবওয়েলে থেকেই সকলে পানীয় জল ব্যবহার করেন। সেই জল থেকেই এই অসুখ বলে অনুমান স্থানীয়দের। প্রশাসনের পক্ষ থেকে ওই টিউবয়েলের জল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই টিউবওয়েলটি থেকে জল তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:  TMC: কম্বল বিতরণ নিয়েও তৃণমূলের গোষ্ঠীকোন্দল! গুরুতর আহত সংখ্যালঘু সেলের নেতা, উত্তপ্ত রাজারহাট |