গলায় অন্তর্বাস পেঁচানো ! বাড়ির পিছনেই মর্মান্তিক অবস্থায় উদ্ধার কলেজছাত্রী

ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিংলার (Pingla) জামনা গ্রাম।

গলায় অন্তর্বাস পেঁচানো ! বাড়ির পিছনেই মর্মান্তিক অবস্থায় উদ্ধার কলেজছাত্রী
ছবি-ফেসবুক
Follow Us:
| Updated on: May 04, 2021 | 4:59 PM

পশ্চিম মেদিনীপুর: গলায় ফাঁস লাগানো অন্তর্বাস। বাড়ির পাশেই তৈরি হচ্ছিল পাকা বাড়ি। আর ঠিক তার পিছনেই গলায় ফাঁস অবস্থায় অর্ধনগ্ন দেহ উদ্ধার হল কলেজছাত্রীকে। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে নির্মীয়মান বাড়ির রাজমিস্ত্রির সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিংলার (Pingla) জামনা গ্রাম। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার নিজের বাড়িতেই ছিলেন ওই ছাত্রী। দুপুরের পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করা হয়। দেখা যায়, বাড়ির পিছনে একটি পুরনো মাটির বাড়িতে ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন ওই ছাত্রী। অর্ধনগ্ন ছাত্রীর অন্তর্বাসের ফাঁস লাগানো ছিল গলায়।

পরিবার তখনই বিপদ আঁচ করতে পারেন। ঘটনাচক্রের সে সময় বাড়িতে কাজ করতে না তিন মজুরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। এই ঘটনায় এক মহিলা-সহ তিন মজুরের দিকেই আঙুল তোলেন তাঁরা।

আরও পড়ুন: তৃণমূল কর্মীর পেটে ঢোকানো হল ভোজালি, কাটা হল কান! অভিযোগ ঘিরে উত্তপ্ত বলাগড়

পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রাও। পুলিশ তিন জনকে জিজ্ঞাসাবাদ করে। তাদের কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। বিচার চেয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্রীর নামে একটি পেজ তৈরি হয়েছে। সকাল থেকে রাস্তার মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রাও। নির্বাচনী বঙ্গে আরও এক যৌন লালসার শিকার হলেন এক ছাত্রী।

মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
মার্কেট পড়লেই তুলে নেবেন মিউচুয়াল ফান্ডে থাকা আপনার সমস্ত বিনিয়োগ?
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
ডিপসিকে 'না' কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
আকাশ ছুঁল বাজাজ, মাহিন্দ্রা! প্রত্যাশা ছাপিয়ে রিটার্ন দিচ্ছে এই সংস্থা
"সাব্বির আলি পেটালে কি বিভেদের রাজনীতি হয়ে যায়?": মদন মিত্র
"যদিও ধর্ষণটা যদি পরস্পরের সম্মতিতে করে তাহলে আইনের বিপক্ষে যায় না"
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গিয়েই দুনীর্তির ফাঁদে! কীভাবে পতন আপের?
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গিয়েই দুনীর্তির ফাঁদে! কীভাবে পতন আপের?
কেজরিওয়ালের ফের ভাগ্য পরীক্ষা, কাঁটার মুকুট নিয়েই কি দিল্লির মসনদে?
কেজরিওয়ালের ফের ভাগ্য পরীক্ষা, কাঁটার মুকুট নিয়েই কি দিল্লির মসনদে?
কেজরির ‘শিসমহল’-এ ৯৬ লক্ষ টাকার পর্দা!
কেজরির ‘শিসমহল’-এ ৯৬ লক্ষ টাকার পর্দা!
কী কী কারণে ডুবতে পারে কেজরিওয়ালের তরী?
কী কী কারণে ডুবতে পারে কেজরিওয়ালের তরী?