AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal: বিপদ আঁচ করেই আশ্রয় নিয়েছিলেন প্রতিবেশীর বাড়ি, তবুও সম্ভব হল না দুর্যোগে মৃত্যু এড়ানো!

Ghatal: নিজের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওই মহিলা। কিন্তু আজ সকালে বাড়ির পাশেই শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। তাতেই ঘটে দুর্ঘটনা।

Ghatal: বিপদ আঁচ করেই আশ্রয় নিয়েছিলেন প্রতিবেশীর বাড়ি, তবুও সম্ভব হল না দুর্যোগে মৃত্যু এড়ানো!
ঘাটালে ভেঙে পড়ল বাড়ি (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 11:05 AM
Share

পশ্চিম মেদিনীপুর: মৃত্যু কী আর বলে আসে!

রাতভর চলছে টানা বৃষ্টি। জেলায় জারি লাল সতর্কতা। মুষুলধারে বৃষ্টির মাঝেই ভেঙে পড়ে মাটির বাড়ির দেওয়াল। সেই সময় ওই বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলেন বছর আটত্রিশের মহিলা। মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ল তাঁরই ঘাড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল তাঁর। মৃত মহিলার নাম প্রতিমা বাগ (৩৮)। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামে।

প্রতিমা চন্দ্রকোনা ১ ব্লকের করঞ্জি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নিজের ক্ষতিগ্রস্ত মাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন প্রতিমা বাগ। সেসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।

নিজের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওই মহিলা। কিন্তু আজ সকালে বাড়ির পাশেই শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। তাতেই ঘটে দুর্ঘটনা।

বাংলার দুয়ারে রয়েছে নিম্নচাপের আশঙ্কা। নিম্নচাপ সরাসরি ঢুকবে বাংলায়। তার জেরেই দু’দিনের দুর্যোগ। বেলা বাড়লেই বাড়বে বৃষ্টি। আজ বুধবার পশ্চিম মেদিনীপুরে জারি লাল সতর্কতা। দিনভর চলবে ভারী বৃষ্টি। ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইবে এলাকায়।

ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবার জল বাড়তে শুরু করে। চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘাটালের বানভাসি এলাকার মানুষ। গবাদি পশুদেরও খাদ্যের অভাব দেখা দিয়েছে। জলের মধ্যে তারাও সাঁতরে যাচ্ছে অন্যত্র খাবারের সন্ধানে। আবার কোনও কোনও ক্ষেত্রে ডিঙি নৌকয় নিয়ে যাওয়া হচ্ছে তাদের। পানীয় জলের চরম সঙ্কট দেখা দিয়েছে।

টিউবয়েল থেকে শুরু করে ট্যাপ কল সব ডুবেছে জলে। নৌক করে প্রায় দু’কিলোমিটার দূর থেকে নিয়ে যেতে হচ্ছে পানীয় জল। বন্যার জল বাড়ায় খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘাটালের বানবাসি এলাকার মানুষ।

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হলেও, জল কমতে শুরু করেছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকায়। কিন্তু আবার গত দু’দিনের মুষুলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর তাতে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটাল মহকুমার বাসিন্দাদের। ফের তৈরি হয়েছে সেই একই পরিস্থিতি। এখনও ঘাটালের মানুষদের যাতায়াতের একমাত্র উপায় নৌকো বা ডিঙি।

এদিকে, কলকাতাতেও ভারী বৃষ্টিতে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। আহিরীটোলায় একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়ির অনান্য সদস্যরা বেরিয়ে আসতে পারলেও শিশুকে নিয়ে আটকে পড়েন এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা। যান পুলিশ আধিকারিকরাও। ঘণ্টা দুয়েকের চেষ্টায় ওই মহিলা ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের দুর্যোগ, ৪ জেলায় জারি লাল সতর্কতা! এক টানা বৃষ্টি চলবে কতদিন?