Students: প্রশ্নপত্রের ভাষাই বুঝতে পারল না ওরা, রোল নম্বর লিখেই জমা দিতে হত খাতা
Jhargram: পরীক্ষার্থীদের দাবি অন্য ভাষায় প্রশ্নপত্র আসায় তারা কোনও কিছু বুঝতেই পারেননি এবং পরীক্ষায় কিছু লিখতে পারেননি।

ঝাড়গ্রাম:
সাঁওতালি মাধ্যমে ডিএলএড পরীক্ষায় অলচিকি লিপির পরিবর্তে দেওয়া হল বাংলা প্রশ্নপত্র। আর, যাকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। সেই দাবিতে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের। আজ মঙ্গলবার এনভায়রনমেন্ট স্টাডিজের পরীক্ষা ছিল, সেখানে অলচিকির পরিবর্তে বাংলায় প্রশ্নপত্র দেওয়া হয় বলে অভিযোগ।
এই সমস্ত ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই অর্থাৎ শিক্ষার সূচনা পর্ব থেকেই বাংলার পরিবর্তে অলচিকিতে পড়াশোনা করেছে। স্বাভাবিকভাবেই বাংলা ভাষায় প্রশ্ন আসার ফলে কিছুটা অস্বস্তিতে হয়ে পড়েন তাঁরা। এইসব ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয় ঝাড়গ্রাম ননীবালা বয়েজ স্কুলে। পরীক্ষা দেন প্রায় ৪৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের দাবি অন্য ভাষায় প্রশ্নপত্র আসায় তারা কোনও কিছু বুঝতেই পারেননি এবং পরীক্ষায় কিছু লিখতে পারেননি। শুধুমাত্র নাম, রোল নম্বর লিখেই সাদা খাতা জমা দিতে হয়েছে তাদের। এরপরই ভারত জাকাত সাঁওতালি পাটুয়া গাঁওতা নামে একটি আদিবাসী সংগঠন। প্রায় ঘন্টাখানেক ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে অবরোধ করে তারা।
