AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Medinipur: মুখে রঙ মেখে কয়েকজন মহিলা ও পুরুষ ঢুকলেন রাধা-কৃষ্ণ মন্দিরে, ‘ওরা কারা’ সন্দেহ হতেই জানা গেল আসল তথ্য

West Medinipur: জানা গিয়েছে, ঘটনাস্থান পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দির।

West Medinipur: মুখে রঙ মেখে কয়েকজন মহিলা ও পুরুষ ঢুকলেন রাধা-কৃষ্ণ মন্দিরে, 'ওরা কারা' সন্দেহ হতেই জানা গেল আসল তথ্য
গণধোলাই চোরকে (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 2:14 PM
Share

পশ্চিম মেদিনীপুর: সকাল থেকেই শুরু হয়েছিল দোল উদযাপন। সবাই-সবাইকে রঙ মাখিয়ে মেতেছিলেন বসন্ত উৎসবে। কিন্তু এরমধ্যেই অভিযোগ, মুখে রঙ মেখে চুপি-চুপি কয়েকজন ঢুকেছেন মন্দিরে। আর তারপর যখন ওদের পরিচয় জানা গেল তখন যা করলেন এলাকাবাসী তা বর্ণনা করা যায় না। দোলের দিনই দিনে-দুপুরে রাধা-কৃষ্ণ মন্দিরে চুরির চেষ্টার অভিযোগ। অভিযুক্ত ছয় মহিলা সহ আটজন চোরকে একের পর গণধোলাই। কিল, চর, ঘুষি বাদ যায়নি কিছুই। সঙ্গে লাগাতার লাঠির বাড়ি পড়তে থাকে অভিযুক্তদের উপর।

জানা গিয়েছে, ঘটনাস্থান পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দির। অভিযোগ, সেখানেই সকাল বেলা চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল আট জন চোর। এদের মধ্যে ছয়জন মহিলা দু’জন পুরুষ ছিলেন। স্থানীয় সূত্রে খবর, মহাপ্রভু মন্দিরে দোল খেলায় মেতেছিলেন এলাকাবাসী। মুখে আবির মেখে ওই মন্দিরে ঢোকে আটজন।

ভরদুপুরে আবির মেখে চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। তখনই তাদের গণধোলাই দেওয়া হয়, কিল চড় ঘুষি লাথি এমনকী ড্রেনের নোংরা কাদাও তাদের মুখে মাখিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছে জনরোষ থেকে তাদের উদ্ধার করে দাসপুর থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর তারা সকলেই হুগলির বাসিন্দা। চুরি করাই পেশা। ধৃতদের আজ ঘাটাল আদালতে তোলা হয়েছে।

এক এলাকাবাসী বলেন, “প্রত্যেকবারই মহাপ্রভু মন্দিরে দোল উপলক্ষে উৎসব হয়। সেই সময় বেশ কয়েকজন ব্যক্তির গলা থেকে গলার হার চুরি হয়ে যায়। সেই চেন কারা চুরি করেছিল বুঝে উঠতে পারছিলাম না। এরপর দেখি কয়েকজন এসে ওই মন্দিরে জমায়েত হয়েছেন। আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করি। জানতে চাই বাড়ি কোথায়। কেউ কোনও সঠিক উত্তর দেয় না। কারোর কাছেই কোনও পরিচয় পত্র আর মোবাইল নেই। এই দেখেই আমাদের সন্দেহ হয়। তারপরই আমরা পুলিশের হাতে ওদের তুলে দিই।”

আরও পড়ুন: Malda Murder: ঘুমের মধ্যেই বাঁশ দিয়ে লাগাতার মার বাবার মাথায়, দোলের দিন আচমকা ভয়ানক মূর্তি ছেলের