TMC: ‘বিজেপির পতাকা বাঁধলে ছবি তুলে রাখতে হবে’, নিদান তৃণমূল নেতার

Medinipur: গত ১৬ জানুয়ারি মেদিনীপুরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখান থেকে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তারপরই তৃণমূলের অঞ্চল সভাপতির বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এদিকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

TMC: বিজেপির পতাকা বাঁধলে ছবি তুলে রাখতে হবে, নিদান তৃণমূল নেতার
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 25, 2026 | 12:54 PM

সবং: ভোট আসতেই বেড়েছে রাজনৈতিক চাপানউতোর। শাসক-বিরোধী দুই দলের মধ্যেই তরজা চলছে সমানে। কিছুদিন আগেই মেদিনীপুরে গিয়ে ডিজে বাজানোর কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আর এবার সেই মেদিনীপুরের তৃণমূল নেতার গলাতেই শোনা গেল বিজেপি নেতাদের জন্য বিশেষ নিদান।

বিজেপিকর্মীদের উদ্দেশে কার্যত ফতোয়া জারি করে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়দেব পাল। তিনি বলেন, “যারা বিজেপির পতাকা বাঁধবে, তাদের ছবি তুলে রাখতে হবে।” এক সভা থেকে ওই তৃণমূল নেতা বলেন, “২০২৬ সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলে ডিজে বাজানো হবে। যে যে বুথে যত তৃণমূল ভোট পড়বে, সেখানে আনন্দ উৎসবের সমস্ত খরচ বিজেপি কর্মীদের বহন করতে হবে।” এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

গত ১৬ জানুয়ারি মেদিনীপুরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখান থেকে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তারপরই তৃণমূলের অঞ্চল সভাপতির বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এদিকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার জেলা সভাপতি তন্ময় দাস বলেন, “তৃণমূল ভয় পেয়ে এসব কথা বলছে। যদি ওরা নিশ্চিত হয়ে যেত যে ওরা জিতে যাবে, তাহলে ডিজে বাানোর কথা বলত না। সরকারিভাবে ডিজে নিষিদ্ধ করা হয়েছে। যারা বাজাবে বলছে, তাদেরকেও নিষিদ্ধ করা হবে। বিজেপিকে এভাবে আটকান যাবে না। কীভাবে ডিজে বাজানো হয়, আমরাও দেখব।”