West Bengal Assembly Election 2021: কানে শুকনো রক্ত, গলায় নখের আঁচড়! কেশিয়াড়িতে বাড়ির উঠোনে বিজেপি কর্মীর দেহ

উত্তপ্ত কেশিয়াড়ির (Keshiary)বেগমপুর এলাকা। ঘটনায় অভিযোগের তৃণমূলের দিকে।

West Bengal Assembly Election 2021: কানে শুকনো রক্ত, গলায় নখের আঁচড়! কেশিয়াড়িতে বাড়ির উঠোনে বিজেপি কর্মীর দেহ
এই বাড়ির উঠোন থেকেই উদ্ধার হয় দেহ
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 11:38 AM

পশ্চিম মেদিনীপুর: বাড়ির উঠোন থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।  ভোটের দিন (West Bengal Assembly Election 2021) সকালে ঘুম থেকে উঠে ছেলের দেহ পড়ে থাকতে দেখেন মা। উত্তপ্ত কেশিয়াড়ির (Keshiary)বেগমপুর এলাকা। ঘটনায় অভিযোগের তৃণমূলের দিকে। মৃতের নাম মঙ্গল সোরেন (২৫)।

West Bengal Assembly Election 2021 West Bengal Assembly Election Phase 1

নিহত বিজেপি কর্মী

প্রথম দফা নির্বাচনের সাম্প্রতিকতম আপডেট জানতে ক্লিক করুন 

পরিবারের দাবি, শুক্রবার রাতে দলীয় কাজে বাড়ি থেকে বের হন মঙ্গল সোরেন। সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির উঠোনেই দেহ পড়ে থাকতে দেখেন তাঁর মা। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কানে রক্ত ছিল আর গলায় নখের আঁচড়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: রাস্তায় খোলা তলোয়ার, পাশে ভাঙা বাইক, দক্ষিণ কাঁথিতে রক্তাক্ত বিজেপি কর্মী, খেজুরিতে বোমাবাজি


বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে। জেলাশাসক ও নির্বাচন কমিশনেরং কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। তবে জেলাশাসকদের দাবি, এটা স্বাভাবিক মৃত্যু। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।