Pujoy Pulse 2025: বৃষ্টির মাথায় নিয়েই মানুষ আসছে পুজোয় পালসের ক্যান্টারে! চেখে দেখছে ‘গোলমোল’

Pujoy Pulse in Durga Puja 2025: সোমবার বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের সামনে ছিল পালস-র ক্যান্টার। ওই এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ছিল ক্যান্টার। তারপর তা চলে যায়, গিরিজা মোড়ে। সেখানে ছিল বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

Pujoy Pulse 2025: বৃষ্টির মাথায় নিয়েই মানুষ আসছে পুজোয় পালসের ক্যান্টারে! চেখে দেখছে গোলমোল
বহরমপুরে পালসের ক্যান্টারImage Credit source: নিজস্ব চিত্র

|

Sep 16, 2025 | 9:37 AM

বহরমপুর: জেলায় জেলায় পৌঁছে গিয়েছে পুজোয় পালসের ট্যাবলো। টানা দু’বছরের সাফল্যের পর তৃতীয় বছরে ফের বাঙালির পুজোর আবেগে তাল মেলাতে নেমে পড়েছে পালসের ক্য়ান্টার। সোমবার বহরমপুরের দুই জায়গা গিয়েছিল পুজোয় পালসের ট্যাবলো। যা ঘিরে ভিড় জমেছিল মানুষের

কোথায় কোথায় দেখা গেল পালসের ট্যাবলো?

সোমবার বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের সামনে ছিল পালস-র ক্যান্টার। ওই এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ছিল ক্যান্টার। তারপর তা চলে যায়, গিরিজা মোড়ে। সেখানে ছিল বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

মানুষ কী বলল?

তৃতীয় বছরে পা দিয়ে পুজোয় পালসের নতুন ক্যান্ডি ‘গোলমোল’। টক-মিষ্টি স্বাদের এই লজেন্স ফিরিয়ে দেবে ‘ছোটবেলার স্বাদ’। মনে করিয়ে দেবে স্কুল জীবনের কথা। যখন স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে থাকা সেই আচার বিক্রেতার নানা স্বাদের আচার টানত শিশু মনকে। সোমবার ‘গোলমোল’ খেয়ে বহরমপুরবাসীর মুখেও উঠে এসেছে সেই কথা। ‘গোলমোল’-র স্ব দে জিভে লেগে গিয়েছে তাদের।

এদিন পুজোয় পালস-র ক্যান্টারে আসা এক পথচারী বললেন, ‘সবই গোলমাল হয়ে যাচ্ছে, খুব সুন্দর স্বাদ।’ কমবেশি সবার মুখে এক কথা, এই ক্যান্ডির স্বাদ একেবারে অন্যরকম। তাই তো বৃষ্টির মধ্য়ে পুজোয় পালসের ক্যান্টারে ভিড় জমিয়েছিলেন তারা। চেখে দেখেছেন অভিনব স্বাদের ক্য়ান্ডি।