নদিয়া: মহালয়া এসেই গেল। আর কয়েকদিনের মধ্যেই পুজো। আর এবার পুজোয় পালস ক্যান্ডি নিয়ে এসেছে নতুন স্বাদের গোলমোল ইমলি ক্যান্ডি। টক মিষ্টি স্বাদের এই গোলমোল ক্যান্ডি শুধু চটপটেই নয়, হজমেও কাজ দেয়।
এবার এই ক্যান্ডির ট্যাবলো পৌঁছে গেল নদিয়ার কৃষ্ণনগরে। আর সেই ক্যান্ডির স্বাদ নিতে উৎসাহিত জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। আগত এক ব্যক্তি বলেন, “এটা হার্বাল প্রোডাক্ট। আশা করছি সকলের ভাল লাগবে।”
কেউ কেউ তো আবার এই ক্যান্ডি স্বাদ উপভোগ করতে বাজারের ফাঁকে লাইন দিলেন। তেমনই সাইকেল বা বাইক থামিয়ে প্রতিযোগিতায় লাইন দিলেন অনেকেই। আরও এক ব্যক্তি বলেন, “পালসের তো নতুন-নতুন প্রোডাক্ট বেরিয়েছে। তবে এই প্রোডাক্টটা খেতে ভাল লাগছে আমার।” আরও এক ব্যক্তি বলেন, “খুব আনন্দিত এত ভাল একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে।” আর এইবার টিভি ৯ বাংলা পুজোয় পালস সম্মান জানাল কৃষ্ণনগরের মৃৎশিল্পীকে।
নদিয়া: মহালয়া এসেই গেল। আর কয়েকদিনের মধ্যেই পুজো। আর এবার পুজোয় পালস ক্যান্ডি নিয়ে এসেছে নতুন স্বাদের গোলমোল ইমলি ক্যান্ডি। টক মিষ্টি স্বাদের এই গোলমোল ক্যান্ডি শুধু চটপটেই নয়, হজমেও কাজ দেয়।
এবার এই ক্যান্ডির ট্যাবলো পৌঁছে গেল নদিয়ার কৃষ্ণনগরে। আর সেই ক্যান্ডির স্বাদ নিতে উৎসাহিত জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। আগত এক ব্যক্তি বলেন, “এটা হার্বাল প্রোডাক্ট। আশা করছি সকলের ভাল লাগবে।”
কেউ কেউ তো আবার এই ক্যান্ডি স্বাদ উপভোগ করতে বাজারের ফাঁকে লাইন দিলেন। তেমনই সাইকেল বা বাইক থামিয়ে প্রতিযোগিতায় লাইন দিলেন অনেকেই। আরও এক ব্যক্তি বলেন, “পালসের তো নতুন-নতুন প্রোডাক্ট বেরিয়েছে। তবে এই প্রোডাক্টটা খেতে ভাল লাগছে আমার।” আরও এক ব্যক্তি বলেন, “খুব আনন্দিত এত ভাল একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে।” আর এইবার টিভি ৯ বাংলা পুজোয় পালস সম্মান জানাল কৃষ্ণনগরের মৃৎশিল্পীকে।