Memari: মহিলা সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলেরই সহ-সভাপতির বিরুদ্ধে, ফুঁসে উঠল ভারত জাকাত মাঝি পরগনা
Purba Burdwan: মেমারি-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আগেও উঠেছে। তবে একজন মহিলা সভাপতির উপর এভাবে হামলা নিঃসন্দেহে শুধু নিন্দনীয়ই নয়, তদন্তসাপেক্ষ বলেই মনে করছে দলের একাংশ। অভিযোগ, সহ-সভাপতি কাছের লোকদের টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন। সভাপতি তাতে বাধ সাধলে তাতেই ক্ষিপ্ত হন সহ-সভাপতি।
পূর্ব বর্ধমান: অফিসের ভিতরেই পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। আর সেই অভিযোগে নাম জড়াল সহ-সভাপতি ও তাঁর অনুগামীদের। পূর্ব বর্ধমানের মেমারি-২ পঞ্চায়েত সমিতির এই ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন সভাপতি। তবে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সহ-সভাপতি।
মেমারি-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আগেও উঠেছে। তবে একজন মহিলা সভাপতির উপর এভাবে হামলা নিঃসন্দেহে শুধু নিন্দনীয়ই নয়, তদন্তসাপেক্ষ বলেই মনে করছে দলের একাংশ। অভিযোগ, সহ-সভাপতি কাছের লোকদের টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন। সভাপতি তাতে বাধ সাধলে তাতেই ক্ষিপ্ত হন সহ-সভাপতি।
অভিযোগ, এরপরই সভাপতিকে তাঁর দফতরের ভিতরই খারাপ কথা, এমনকী গায়ে হাত পর্যন্ত তোলা হয়। সভাপতি জনজাতি সম্প্রদায়ের। এ নিয়েও তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সভাপতির অভিযোগ, সহ-সভাপতি সবসময় চোখ রাঙান। তাঁর কথামতো চলতে হবে বলে হুঁশিয়ারি দেন।
এরইমধ্যে সোমবার সভাপতি কুচুট গ্রামপঞ্চায়েতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ঠিকাদার বসেছিলেন। এভাবে ঠিকাদারদের বসে থাকতে দেখে সভাপতি প্রতিবাদ করেন। অভিযোগ, সে সময় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হেনস্থা করা হয় তাঁকে।
সেখান থেকে মেমারি-২ পঞ্চায়েত সমিতির অফিসে আসতেই সহ-সভাপতি, তাঁর স্ত্রী ও আরও কয়েকজন অফিসের ভিতরেই মারধর করেন বলে অভিযোগ। পরে অফিসের সহকর্মীরা মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁকে। সেখান থেকেই বেরিয়ে মেমারি থানায় অভিযোগ জানান সভাপতি।
ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ভারত জাকাত মাঝি পরগনা মহালের নেতা অশোক হেমব্রম। তিনি জানান, ওনাদের ভিতরে বাইরে কী আছে আমরা জানি না। উনি তো ওনার যোগ্যতায় সভাপতি হয়েছেন। এখন আদিবাসী বলে হেয় করা হবে তা আমরা মানতে পারছি না। ওসিকে বলেছি সবটা। নাহলে কিন্তু রাস্তায় নামব।” এই ঘটনার বিহিত চান তাঁরা। যদিও সহ-সভাপতির দাবি, এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি।