AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Memari: মহিলা সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলেরই সহ-সভাপতির বিরুদ্ধে, ফুঁসে উঠল ভারত জাকাত মাঝি পরগনা

Purba Burdwan: মেমারি-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আগেও উঠেছে। তবে একজন মহিলা সভাপতির উপর এভাবে হামলা নিঃসন্দেহে শুধু নিন্দনীয়ই নয়, তদন্তসাপেক্ষ বলেই মনে করছে দলের একাংশ। অভিযোগ, সহ-সভাপতি কাছের লোকদের টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন। সভাপতি তাতে বাধ সাধলে তাতেই ক্ষিপ্ত হন সহ-সভাপতি।

Memari: মহিলা সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলেরই সহ-সভাপতির বিরুদ্ধে, ফুঁসে উঠল ভারত জাকাত মাঝি পরগনা
আক্রান্ত পঞ্চায়েত সমিতির সভাপতি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 9:44 AM
Share

পূর্ব বর্ধমান: অফিসের ভিতরেই পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। আর সেই অভিযোগে নাম জড়াল সহ-সভাপতি ও তাঁর অনুগামীদের। পূর্ব বর্ধমানের মেমারি-২ পঞ্চায়েত সমিতির এই ঘটনায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন সভাপতি। তবে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সহ-সভাপতি।

মেমারি-২ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আগেও উঠেছে। তবে একজন মহিলা সভাপতির উপর এভাবে হামলা নিঃসন্দেহে শুধু নিন্দনীয়ই নয়, তদন্তসাপেক্ষ বলেই মনে করছে দলের একাংশ। অভিযোগ, সহ-সভাপতি কাছের লোকদের টেন্ডার পাইয়ে দিতে চেয়েছিলেন। সভাপতি তাতে বাধ সাধলে তাতেই ক্ষিপ্ত হন সহ-সভাপতি।

অভিযোগ, এরপরই সভাপতিকে তাঁর দফতরের ভিতরই খারাপ কথা, এমনকী গায়ে হাত পর্যন্ত তোলা হয়। সভাপতি জনজাতি সম্প্রদায়ের। এ নিয়েও তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সভাপতির অভিযোগ, সহ-সভাপতি সবসময় চোখ রাঙান। তাঁর কথামতো চলতে হবে বলে হুঁশিয়ারি দেন।

এরইমধ্যে সোমবার সভাপতি কুচুট গ্রামপঞ্চায়েতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ঠিকাদার বসেছিলেন। এভাবে ঠিকাদারদের বসে থাকতে দেখে সভাপতি প্রতিবাদ করেন। অভিযোগ, সে সময় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হেনস্থা করা হয় তাঁকে।

সেখান থেকে মেমারি-২ পঞ্চায়েত সমিতির অফিসে আসতেই সহ-সভাপতি, তাঁর স্ত্রী ও আরও কয়েকজন অফিসের ভিতরেই মারধর করেন বলে অভিযোগ। পরে অফিসের সহকর্মীরা মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁকে। সেখান থেকেই বেরিয়ে মেমারি থানায় অভিযোগ জানান সভাপতি।

ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ভারত জাকাত মাঝি পরগনা মহালের নেতা অশোক হেমব্রম। তিনি জানান, ওনাদের ভিতরে বাইরে কী আছে আমরা জানি না। উনি তো ওনার যোগ্যতায় সভাপতি হয়েছেন। এখন আদিবাসী বলে হেয় করা হবে তা আমরা মানতে পারছি না। ওসিকে বলেছি সবটা। নাহলে কিন্তু রাস্তায় নামব।” এই ঘটনার বিহিত চান তাঁরা। যদিও সহ-সভাপতির দাবি, এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি।

বাংলার কপালে বরাদ্দ শূন্য, শেষ পর্যন্ত মানল কেন্দ্র?
বাংলার কপালে বরাদ্দ শূন্য, শেষ পর্যন্ত মানল কেন্দ্র?
বাংলায় ৭ পুরুষের বাস হয়েও ভোটার তালিকায় কাটা নাম, কমিশনে নালিশ
বাংলায় ৭ পুরুষের বাস হয়েও ভোটার তালিকায় কাটা নাম, কমিশনে নালিশ
SIR আবহে নদিয়ার শান্তিপুর থেকে বস্তাভর্তি ভোটার কার্ড উদ্ধার!
SIR আবহে নদিয়ার শান্তিপুর থেকে বস্তাভর্তি ভোটার কার্ড উদ্ধার!
পদবি বদলে জেনারেল থেকে তফশিলি! আলিপুরদুয়ারের হ্যামিটনগঞ্জে শোরগোল
পদবি বদলে জেনারেল থেকে তফশিলি! আলিপুরদুয়ারের হ্যামিটনগঞ্জে শোরগোল
দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, মৃত ২
দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, মৃত ২
১৩ জনের পর রাজ্যে আসছেন আরও ৫ বিশেষ পর্যবেক্ষক, কী কারণ?
১৩ জনের পর রাজ্যে আসছেন আরও ৫ বিশেষ পর্যবেক্ষক, কী কারণ?
QR কোড স্ক্যান করেই ঢুকল কোটি কোটি টাকা
QR কোড স্ক্যান করেই ঢুকল কোটি কোটি টাকা
নিয়ম বদলাল Reserve Bank Of India, আপনার ব্যাঙ্কের সুদ কি কমে গেল?
নিয়ম বদলাল Reserve Bank Of India, আপনার ব্যাঙ্কের সুদ কি কমে গেল?
নাগরিকত্ব নিশ্চিত হলে তবে ভোটাধিকার, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
নাগরিকত্ব নিশ্চিত হলে তবে ভোটাধিকার, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
নগদে ৬০ লক্ষ, অনলাইনে ২ কোটি ৩০ লক্ষ! 'বাবরি'র জন্য দানের পাহাড়
নগদে ৬০ লক্ষ, অনলাইনে ২ কোটি ৩০ লক্ষ! 'বাবরি'র জন্য দানের পাহাড়