TMC: শুভশ্রীকে পাশে নিয়ে বার্তা দিলেন অভিষেক, কেন তৈরি হল ‘লক্ষ্মী এল ঘরে’
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'লক্ষ্মী এল ঘরে' এদিন দেখানো হয় নন্দনে। শুভশ্রীর সঙ্গে ছবিতে দেখা যাবে অভিনেতা অঙ্কুশকেও। আসলে তৃণমূলের বিভিন্ন প্রকল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। রাজ্যের বিভিন্ন জায়গা এই ছবি দেখানোর পরিকল্পনা করেছে তৃণমূল।

কলকাতা: ভোট এগিয়ে আসছে। প্রতিটি দল নিজের নিজের পন্থায় প্রচার শুরু করেছে। মিটিং-মিছিল-দেওয়াল লিখন, এসবই ভোট-বাংলার চেনা ছবি। বর্তমানে সংযোজন হয়েছে ডিজিটাল মাধ্যম। সম্প্রতি ‘ডিজিটাল যোদ্ধা’দের নিয়ে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আজ অভিষেককে দেখা গেল নন্দনে। পাশে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস।
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘লক্ষ্মী এল ঘরে’ এদিন দেখানো হয় নন্দনে। শুভশ্রীর সঙ্গে ছবিতে দেখা যাবে অভিনেতা অঙ্কুশকেও। আসলে তৃণমূলের বিভিন্ন প্রকল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। রাজ্যের বিভিন্ন জায়গা এই ছবি দেখানোর পরিকল্পনা করেছে তৃণমূল। এদিন সেই বার্তা দিয়ে গিয়েছেন অভিষেক। ‘লক্ষ্মী এল ঘরে’ ছবিটি মূলত গ্রামীণ মহিলাদের জন্য তৈরি করা হয়েছে।
এদিন অভিষেক বলেন, সরকার প্রমাণ করেছে যে কীভাবে স্বনির্ভর বাংলা তৈরি করা যায়। কেন্দ্র আত্মনির্ভর ভারতের কথা বলে ঠিকই, কিন্তু প্রকৃত স্বনির্ভর বাংলা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি। এত অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে প্রত্যেক মানুষের জীবনের কোনও না কোনও ক্ষেত্রে যেভাবে উন্নয়নের ছোঁয়া দিয়েছে সরকার, এমন নজির দেশের আর কোথাও নেই।
তিনি আরও জানান, অনেকেই বুঝতে পারেন না যে কোনটা রাজ্যের স্কিম, কোনটা কেন্দ্রের। তাই সরল ভাষায় মানুষকে সেটা বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে এই ছবি।
