AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজের পরিচালনায় দেখা যাবে শুভশ্রী-অঙ্কুশকে, কোথায় জেনে নিন

রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার কাজ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক-নায়িকা হিসাবে তাঁদের জুটি নজরকাড়া। 'চ্যালেঞ্জ' ছবিতে দেব-শুভশ্রীকে বড়পর্দায় নিয়ে এসেছিলেন শুভশ্রী। আবার রাজ-শুভশ্রীর বিয়ের পর 'পরিণীতা'-তে শুভশ্রীকে এমনভাবে বড়পর্দায় এনেছিলেন রাজ, যা দেখে তাক লেগে গিয়েছিল দর্শকদের।

রাজের পরিচালনায় দেখা যাবে শুভশ্রী-অঙ্কুশকে, কোথায় জেনে নিন
| Edited By: | Updated on: Jan 14, 2026 | 10:53 AM
Share

রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার কাজ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক-নায়িকা হিসাবে তাঁদের জুটি নজরকাড়া। ‘চ্যালেঞ্জ’ ছবিতে দেব-শুভশ্রীকে বড়পর্দায় নিয়ে এসেছিলেন শুভশ্রী। আবার রাজ-শুভশ্রীর বিয়ের পর ‘পরিণীতা’-তে শুভশ্রীকে এমনভাবে বড়পর্দায় এনেছিলেন রাজ, যা দেখে তাক লেগে গিয়েছিল দর্শকদের।

এবার ছবির ধরন অবশ্য আলাদা। প্রায় এক ঘণ্টার ছবিতে বাংলায় লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী-র মতো যেসব প্রকল্প রয়েছে, তার সমাজে কী প্রভাব, সেই প্রেক্ষাপটে এগিয়েছে গল্প। সেই ছবিতে শুভশ্রীকে যেমন দেখা যাবে, তেমনই রয়েছেন অঙ্কুশ। নায়ক অঙ্কুশের সঙ্গে পরিচালক রাজের দারুণ রসায়ন। ‘কানামাছি’ হোক বা ‘বলো দুগ্গা মাঈকী’ ছবিতে রাজের পরিচালনায় কাজ করেছেন নায়ক। ব্যক্তিগত জীবনেও রাজ-শুভশ্রীর সঙ্গে নায়কের দারুণ বন্ধুত্ব। লক্ষণীয় বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত গড়ে তুলতে সাহায্য় করবে। নায়ক-নায়িকার পাশাপাশি টলিপাড়ার আরও দুই নামী মুখকে দেখা যাবে এই ছবিতে।

নায়ক অঙ্কুশ এমনিতে রাজনীতি থেকে দূরে থাকেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছা নেই তাঁর। শুভশ্রীকেও একাধিকবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তিনি ভোটে লড়বেন কিনা প্রস্তাব পেলে। তবে নায়িকা আপাতত সেই পথে হাঁটবেন না, তা খোলসা করে দিয়েছেন। রাজ এই মুহূর্তে রাজ্যের শাসক দলের বিধায়ক। তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কি? তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় এখন সকলেই।

আজ নন্দনে এই ছবির মুক্তি রয়েছে। সেখানে টলিউডের বিভিন্ন ব্যক্তিত্বকে ডাকা হয়েছে। প্রধান আকর্ষণ অবশ্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি।