
নিপা ভাইরাসImage Credit: Tv9 Bangla
রাজ্যে এখন নতুন উদ্বেগের নাম নিপা। নিপা আক্রান্ত দুই নার্স এখন ভর্তি বারাসতের বেসরকারি হাসপাতালে। তার মধ্যে মহিলা নার্সের অবস্থা বেশ সঙ্কটজনক। তিনি কোমায় চলে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, আরও ২ জন নিপা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি রাজ্যের কোথায় কী হচ্ছে, দেখুন একনজরে।
